2024 Badminton Asia Team Championships: মালয়েশিয়ায় ইতিহাস, প্রথমবার ব্যাডমিন্টনে এশিয়ার সেরা ভারতের মেয়েরা

Published : Feb 18, 2024, 02:06 PM ISTUpdated : Feb 18, 2024, 03:11 PM IST
PV Sindhu

সংক্ষিপ্ত

ভারতের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়রা গত ২ দশক ধরেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তবে এখন ভারতীয় ব্যাডমিন্টন শুধু পিভি সিন্ধুর উপর নির্ভর করে নেই।

মালয়েশিয়ার সেলাঙ্গরে ইতিহাস গড়ল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল। রবিবার ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপসের ফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। প্রথমবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভারতের মহিলা দল। শনিবার জাপানকে হারিয়ে প্রথমবার এই প্রতিযোগিতার ফাইনালে পৌঁছয় ভারতের মহিলা দল। সেমি ফাইনালে হেরে গেলেও, ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পান ভারতের ভরসা পিভি সিন্ধু। ১৬ বছরের আনমোল খারব সেমি ফাইনালের মতো ফাইনালেও জয় পেলেন। অস্মিতা চালিহা হেরে গেলেও, সিন্ধু ও আনমোলের দাপটে জয় পেল ভারত। ডাবলসে জয় পায় গায়ত্রী গোপীচাঁদ-জলি তৃষা জুটি। এর ফলেই প্রথমবার এশিয়ার সেরা হল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল।

সিন্ধুর প্রত্যাবর্তনে স্বস্তিতে ভারত

একমাত্র ভারতীয় শাটলার হিসেবে অলিম্পিক্সে ২ বার পদক জিতেছেন সিন্ধু। প্যারিস অলিম্পিক্সেও হায়দরাবাদের এই শাটলারই ভারতের অন্যতম ভরসা। চোটের জন্য বেশ কিছুদিন কোর্টের বাইরে থাকতে হয় সিন্ধুকে। তবে তিনি এখন ফিট হয়ে উঠেছেন। ফাইনালে প্রথম ম্যাচে সুপানিন্দা কেটথংয়ের মুখোমুখি হন সিন্ধু। মাত্র ৩৯ মিনিটের মধ্যে স্ট্রেট গেমে ২১-১২, ২১-১২ জয় পান সিন্ধু। ফলে ভারত ১-০ এগিয়ে যায়। এরপর ডাবলসে জংকলফাম কিটিথারাকুল-রাওইন্দা প্রাজনগিয়াল জুটির বিরুদ্ধে জয় পান গায়ত্রী-জলি। তাঁদের লড়াই করতে হয়। প্রথম গেমে ২১-১৬ জয় পেলেও, দ্বিতীয় গেমে ১৮-২১ হেরে যায় ভারতীয় জুটি। এরপর নির্ণায়ক তৃতীয় গেমে ৬-১১ পিছিয়ে পড়েন গায়ত্রী-জলি। সেখান থেকে অসাধারণ লড়াই করে ২১-১৬ জয় পেয়ে ভারতকে ২-০ এগিয়ে দেন তাঁরা।

আনমোলের লড়াইয়ে চ্যাম্পিয়ন ভারত

থাইল্যান্ডের বিরুদ্ধে ভারত ২-০ এগিয়ে যাওয়ার পর সিঙ্গলসে বুসানন অংবামরাংফ্যানের বিরুদ্ধে ১১-২১, ১৪-২১ হেরে যান অস্মিতা। এরপর দ্বিতীয় ডাবলস ম্যাচেও হেরে যায় ভারত। ফলে পঞ্চম ম্যাচ নির্ণায়ক হয়ে যায়। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে স্ট্রেট গেমে পর্নপিচা চোকিউংয়কে হারিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করেন আনমোল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেমি-ফাইনালে হার, ব্রোঞ্জ পেলেন প্রণয়

নয়ডায় খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ব্যাডমিন্টন খেলোয়াড়! দেখুন ভিডিও

৫৮ বছরের অপেক্ষার অবসান, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সোনা ভারতের

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে