Men's Hockey Asia Cup: হকি এশিয়া কাপ খেলতে ভারতে দল পাঠাচ্ছে পাকিস্তান, জানাল ক্রীড়ামন্ত্রক

Published : Jul 03, 2025, 05:04 PM ISTUpdated : Jul 03, 2025, 05:21 PM IST
Men's Hockey World Cup 2018

সংক্ষিপ্ত

2025 Men's Hockey Asia Cup: ভারতে ক্রিকেট দল পাঠাচ্ছে না পাকিস্তান (Pakistan Cricket Board)। তবে হকি দল পাঠানোর ক্ষেত্রে কোনওরকম আপত্তি করা হচ্ছে না। হকি এশিয়া কাপ খেলতে আগামী মাসে ভারতে আসছে পাকিস্তান দল।

2025 Men's Hockey Asia Cup Schedule: ক্রিকেটের এশিয়া কাপ (2025 Asia Cup) খেলতে ভারতে দল পাঠাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। তবে হকির এশিয়া কাপ (2025 Men's Hockey Asia Cup) খেলতে ভারতে আসছে পাকিস্তান দল (Pakistan men's national field hockey team)। বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রকের (Ministry of Youth Affairs and Sports) পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের হকি দলকে ভারতে এশিয়া কাপ খেলতে আসার জন্য ভিসা দেওয়া হবে। এ বিষয়ে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs), বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) ও ক্রীড়ামন্ত্রক। বিহারের (Bihar) রাজগীরে (Rajgir) হতে চলেছে এবারের হকি এশিয়া কাপ। ২৭ অগাস্ট শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্টে পাকিস্তান যোগ দিতে চলায় আকর্ষণ ও উত্তেজনা বেড়ে গিয়েছে।

দীর্ঘ টানাপোড়েনের পর ভারতে আসছে পাকিস্তান হকি দল

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack), অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের হকি দল ভারতে খেলতে আসবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান হকি দলের ভারতে আসতে কোনও বাধা নেই। ক্রীড়ামন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘যে কোনও দলই ভারতে এসে বহুদেশীয় টুর্নামেন্টে যোগ দিতে পারে। আমরা কোনও দলের বিরুদ্ধে নই। কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক আলাদা।’

হকিতে ভারত-পাক লড়াই

এশিয়া কাপ হকিতে ভারত-পাকিস্তানের লড়াই হতে চলেছে। এরপর চলতি বছরের শেষদিকে জুনিয়র হকি বিশ্বকাপেও (2025 Men's FIH Hockey Junior World Cup) ভারত-পাকিস্তানের লড়াই দেখা যাবে। এই টুর্নামেন্টও ভারতে হবে। এশিয়া কাপের পর জুনিয়র হকি বিশ্বকাপেও ভারতে আসতে পারে পাকিস্তান দল। এফআইএইচ প্রো লিগে (FIH Pro League) যদি পাকিস্তান ফের খেলে, তাহলে এই টুর্নামেন্টেও ভারত-পাকিস্তানের লড়াই হবে। ফলে উত্তেজক লড়াই দেখার সুযোগ পাবেন ক্রীড়াপ্রেমীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?