National Sports Policy: জাতীয় দলে নেওয়া যাবে বিদেশে জন্মানো খেলোয়াড়দের, ফুটবলের উন্নতি হবে?

Published : Jul 02, 2025, 02:00 PM ISTUpdated : Jul 02, 2025, 02:09 PM IST
Ashwani Vaishnav on National Sports Policy

সংক্ষিপ্ত

Khelo Bharat Niti: বিভিন্ন দেশে খেলার মান বাড়ানোর লক্ষ্যে বিদেশে জন্ম হয়েছে এমন খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। এবার ভারতেও সেই একই নীতি নেওয়া হচ্ছে। ক্রীড়ামন্ত্রকের নতুন নীতি ভারতে খেলার মান বাড়াবে বলে আশা করা হচ্ছে।

Indian-origin players: দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল। সম্প্রতি ভারতের পুরুষ ফুটবল দল (Indian National Football Team) থাইল্যান্ড (Thailand), হংকংয়ের (Hong Kong) কাছে হেরে যাওয়ার পর বিদেশে জন্ম হয়েছে এবং ভালো খেলেন, এমন ফুটবলারদের জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি জোরদার করেন ফুটবলপ্রেমীরা। এবার তাঁদের সেই দাবি পূরণ হতে চলেছে। ক্রীড়ামন্ত্রক নতুন জাতীয় ক্রীড়ানীতি (National Sports Policy) ঘোষণা করেছে। নতুন নীতি অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ দেওয়ার ক্ষেত্রে আর বাধা থাকছে না। এতদিন নীতি ছিল, ভারতের নাগরিক না হলে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হবে না। এবার দেশে বিভিন্ন খেলার মান বাড়ানোর লক্ষ্যে ওভারসিজ সিটিজেনস অফ ইন্ডিয়া কার্ড (Overseas Citizens of India card) আছে এমন খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। এই নীতিকে বলা হচ্ছে 'খেলো ভারত নীতি' (Khelo Bharat Niti)।

নতুন নীতিতে ভারতে খেলার মান বাড়বে?

২০০৮ সালে ক্রীড়ামন্ত্রক সিদ্ধান্ত নেয়, ভারতের নাগরিক নন এমন খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হবে না। ১৭ বছর পর সেই নীতিতে বদল আনা হল। ফুটবল মহলে দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল, ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হোক। কিন্তু কেন্দ্রীয় সরকার এতদিন সেই দাবিতে কান দেয়নি। এবার 'খেলো ভারত নীতি'-তে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক কূটনীতি ও সহযোগিতার ক্ষেত্রে শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে খেলা। যখনই সম্ভব হবে বিদেশে থাকা প্রতিশ্রুতিমান ও বিশিষ্ট ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের ভারতে ফিরে এসে ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার বিষয়ে উৎসাহিত করা হবে।’

ফুটবলের মতোই উপকৃত হবে টেনিস

কিংবদন্তি টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজের (Vijay Amritraj) ছেলে প্রকাশ অমৃতরাজ (Prakash Amritraj) ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত ভারতের হয়ে ডেভিস কাপে খেলেছেন। কিন্তু ২০০৮ সালের পর আর তিনি ভারতের হয়ে খেলার সুযোগ পাননি। কারণ, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এবার বিদেশের নাগরিক ভারতীয় বংশোদ্ভূত টেনিস খেলোয়াড়রাও ভারতের হয়ে খেলার সুযোগ পাবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?