আইপিএল ২০২৬: পরের বছর আর ক্রিজে হয়ত দেখা যাবে রাজস্থান রয়্যালসের এই ৫ তারকাকে

Published : Jun 10, 2025, 06:51 PM IST

রাজস্থান রয়্যালসের জন্য আইপিএল ২০২৫ মরসুম ভোলার মতো। লিগ পর্বেই বিদায় নিতে হয়েছে তাদের। আগামী মরসুমে এই ৫ জনের উপর নেমে আসতে পারে অভিশাপ।

PREV
17
আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম আসর রাজস্থান রয়্যালসের জন্য একটা দুঃস্বপ্নের মতো। প্লে-অফের আগেই বিদায় নিতে হয়েছে তাদের। লিগ পর্বেও তেমন ভালো কিছু করতে পারেনি দলটি।

27
রাজস্থান রয়্যালস থেকে বেরিয়ে যেতে পারেন এই ৫জন

আইপিএলের ১৯তম আসরে রাজস্থান রয়্যালস যে ৫ জনকে ছেড়ে দিতে পারে, সেই তালিকা। ১২ কোটিতে বিক্রি হওয়া তারকাও আছেন তালিকায়।

37
1. ফজলহক ফারুকী

তালিকার শীর্ষে আফগান পেসার ফজলহক ফারুকী। ৫ ম্যাচে একটিও উইকেট না পাওয়ায় তার ভবিষ্যৎ অনিশ্চিত।

47
2. জোফরা আর্চার

দ্বিতীয় স্থানে ইংলিশ পেসার জোফরা আর্চার। ১২.৫০ কোটিতে কেনা হলেও ১২ ম্যাচে মাত্র ১১ উইকেট পেয়েছেন।

57
3. নীতিশ রানা

৪.২০ কোটিতে কেনা নীতিশ রানা ১১ ম্যাচে মাত্র ২১৭ রান করেছেন।

67
4. শুভম দুবে

৯ ম্যাচে ১০৬ রান করা শুভম দুবের আগামী আইপিএল খেলা অনিশ্চিত।

77
5. হেটমায়ার

ওয়েস্ট ইন্ডিজের হেটমায়ারও রাজস্থানের হয়ে ভালো করতে পারেননি।

Read more Photos on
click me!

Recommended Stories