Piyush Chawla Retirement: আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল-এও (IPL) ভালো পারফরম্যান্স দেখিয়েছেন লেগ-স্পিনার পীযূষ চাওলা। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

Piyush Chawla retires from all forms of cricket: প্রায় ১৩ বছর আগে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এবারের আইপিএল-এ (IPL 2025) কোনও ফ্র্যাঞ্চাইজিতেই সুযোগ পাননি। ৩৬ বছর বয়স হয়ে গিয়েছে। নতুন করে কোনও সুযোগ পাওয়ার আশা ছিল না। সবদিক বিবেচনা করে এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন পীযূষ চাওলা। এই লেগ-স্পিনার ৩টি টেস্ট, ২৫টি ওডিআই এবং ৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ২০১২ সালের ২২ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলার পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি চাওলা। তবে এই লেগ-স্পিনার আইপিএল-এ নিয়মিত খেলে গিয়েছেন। তিনি কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Punjab), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে খেলেছেন। আইপিএল-এ তৃতীয় সর্বাধিক উইকেটশিকারী এই লেগ-স্পিনার। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর টেস্ট ক্রিকেটে দ্বিতীয় নবীনতম অভিষেককারী ভারতীয় ক্রিকেটার চাওলা। তাঁর এই নজির যথেষ্ট কৃতিত্বের।

একাধিকবার জিতেছেন বিশ্বকাপ

২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী (2007 ICC World Twenty20) ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন চাওলা। এরপর ২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী (ICC Cricket World Cup 2011) ভারতীয় দলেও ছিলেন এই লেগ-স্পিনার। তিনি গুগলির জন্য পরিচিত ছিলেন। জাতীয় দলের হয়ে খুব বেশি খেলার সুযোগ না পেলেও, ক্রিকেট মহলে তিনি জনপ্রিয়। সবাই তাঁর অবসর জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফরম্যান্স

ঘরোয়া ক্রিকেটে গুজরাট, উত্তরপ্রদেশের হয়ে খেলেছেন চাওলা। রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে এই লেগ-স্পিনারের পারফরম্যান্স ভালো। ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তিনি ৪৪৬ উইকেট নিয়েছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অবসর ঘোষণা করেছেন এই লেগ-স্পিনার। তিনি এবার কোচিং শুরু করতে পারেন। সেই ইঙ্গিত দিয়েছেন এই লেগ-স্পিনার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।