অ্যাথলিটরা যাতে সুবিচার পায় সেটা নিশ্চিত করতে হবে, বার্তা অভিনব বিন্দ্রার

Published : Apr 26, 2023, 07:53 PM ISTUpdated : Apr 26, 2023, 08:37 PM IST
Wrestlers Protest

সংক্ষিপ্ত

রবিবার থেকে যন্তর মন্তরে অবস্থান চালিয়ে যাচ্ছেন দেশের সেরা কুস্তিগীররা। তাঁদের পাশে দাঁড়ালেন অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা।

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে দ্বিতীয়বার যন্তর মন্তরে অবস্থানে বসেছেন ভিনেশ ফোগট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকের মতো আন্তর্জাতিক মঞ্চে ভারতকে অনেক সম্মান এনে দেওয়া কুস্তিগীররা। তাঁদের পাশে দাঁড়ালেন ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা। তাঁর বার্তা, 'অ্যাথলিট হিসেবে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের প্রতিদিন প্রচুর পরিশ্রম করতে হয়। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রশাসনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে আমাদের অ্যাথলিটদের রাস্তায় নেমে প্রতিবাদ করা জরুরি হয়ে পড়েছে। এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। যে অ্যাথলিটদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, তাদের প্রতি আমি সমব্যথী। এই ঘটনা যাতে যথাযথভাবে মোকাবিলা করা হয়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। অ্যাথলিটদের কথা শুনতে হবে এবং নিরপেক্ষ ও ন্যায়সঙ্গতভাবে এই ঘটনার বিচার করতে হবে।'

 

 

অভিনব আরও বলেছেন, 'এই ঘটনা দেখিয়ে দিচ্ছে, ‘অ্যাথলিটদের যাতে হেনস্থার শিকার না হতে হয় এবং যারা হেনস্থার শিকার হচ্ছে তারা যাতে ন্যায়বিচার পায়, সেটা নিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা থাকা জরুরি। আমাদের সব অ্যাথলিটকে সুরক্ষিত ও নিরাপদে রাখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।’

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের বিচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন আন্দোলনরত কুস্তিগীররা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিও অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী মালিক বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী স্যার বেটি বাঁচাও, বেটি পড়াওয়ের কথা বলেন। তিনি সবার মন কি বাত শোনেন। তিনি কি আমাদের মনের কথা শুনতে পারেন না? আমরা যখন পদক জিতি তখন উনি আমাদের ওঁর বাড়িতে ডাকেন, আমাদের অনেক সম্মান দেন, আমাদের মেয়ে বলে ডাকেন। আজ তাঁর কাছে আমাদের আর্জি, আমাদের মনের কথা শুনুন।’ 

কুস্তিগীরদের দাবি, ব্রিজভূষণকে গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা যন্তর মন্তরে অবস্থান চালিয়ে যাবেন। তাঁরা এখান থেকে নড়বেন না। রবিবার থেকে যে অবস্থান শুরু হয়েছে তা অনির্দিষ্টকাল ধরে চলবে। নিজেদের দাবি আদায়ে অনড় কুস্তিগীররা।

আরও পড়ুন-

যন্তর মন্তরে অবস্থানে কুস্তিগীররা, পাশে থাকার বার্তা সত্যপাল মালিকের

ক্রীড়াবিদদের জন্য অনেক কাজ করতে হবে, সাইক্লিং ফেডারেশনের সভাপতি হয়ে বার্তা পঙ্কজ সিংয়ের

সাপ ধরার প্রশিক্ষণ নিচ্ছে বাইচুং ভুটিয়ার ছেলে ইউজেন, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

PREV
click me!

Recommended Stories

ICC ODI Ranking: কোহলিকে টপকে শীর্ষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রোহিত কোথায়?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০: নাগপুরে ৪৮ রানে জয়, সিরিজের শুরুতেই ছন্দে অভিষেকরা