দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর না নেওয়ার অভিযোগ, ফের যন্তর মন্তরে কুস্তিগীররা

ভারতীয় কুস্তি ফেডারেশন নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ফের সরব হলেন কুস্তিগীররা। তাঁরা ফের যন্তর মন্তরে অবস্থানে বসেছেন।

রাজনীতির অলিন্দে যোগাযোগের সুবিধা নিয়ে কি মারাত্মক অভিযোগ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং? এই প্রশ্ন ক্রমশঃ জোরালো হচ্ছে। ব্রিজভূষণ ইস্যুতে ফের সরব হলেন দেশের প্রথমসারির কুস্তিগীররা। তাঁরা ফের দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছেন। দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর নিচ্ছে না বলে অভিযোগ দেশের অন্যতম সেরা মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগট। এই অভিযোগে ফের যন্তর মন্তরে অবস্থানে বসেছেন ভিনেশ, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। তাঁরা ব্রিজভূষণের শাস্তির দাবিতে সরব। দ্রুত ব্রিজভূষণের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন কুস্তিগীররা।

এরই মধ্যে রবিবার দিল্লি মহিলা কমিশনের পক্ষ থেকে দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর করার অনুরোধ জানানো হয়েছে। এই চিঠিতে বলা হয়েছে, ‘মহিলা কমিশনের কাছে অভিযোগ এসেছে, নাবালিকা-সহ বেশ কয়েকজন মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্থা করেছেন অভিযুক্ত ব্যক্তি। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি থাকার সময় তিনি কুস্তিগীরদের যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ।’

Latest Videos

 

 

ট্যুইট করে ভিনেশ বলেছেন, ‘যে মহিলা কুস্তিগীররা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সম্মান বৃদ্ধি করেছেন, তাঁদেরই যৌন হেনস্থা করেছেন এবং নানাভাবে শোষণ করেছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। ২১ এপ্রিল আমরা অভিযোগ দায়ের করার পরেও দিল্লি পুলিশ এফআইআর পর্যন্ত দায়ের করেনি।’

ভিনেশ-সহ বেশ কয়েকজন কুস্তিগীরের অভিযোগ, বহু বছর ধরে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করছিলেন ব্রিজভূষণ। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনার জন্য যোগেশ্বর দত্ত, এম সি মেরি কমের মতো ক্রীড়াবিদদের নিয়ে একটি কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার। কিন্তু এখনও ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ব্রিজভূষণকে কুস্তি ফেডারেশনের সভাপতি পদ থেকে সরে যেতে বলা হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে আর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর ব্রিজভূষণ অবশ্য দাবি করেন, 'আমি জানতে পেরেছি, কুস্তিগীররা দিল্লিতে প্রতিবাদ শুরু করেছে। কিন্তু ওরা কী অভিযোগ করছে আমি জানি না।' পরে তিনি বলেন, ‘ভিনেশ যে অভিযোগ করছে তার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি, অন্য কেউ প্রকাশ্যে এই অভিযোগ করছে? কোনও অ্যাথলিট কি এগিয়ে এসে বলেছে যে কুস্তি ফেডারেশনের সভাপতি তাদের যৌন হেনস্থা করেছে? যারা ধর্ণায় বসেছে তারা নাটক করছে।’

আরও পড়ুন-

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

প্রথম ভারতীয় হিসেবে ২০২৩-এ ব্যাডমিন্টনে সিঙ্গলস খেতাব জয় প্রিয়াংশু রাজাওয়াতের

কাশ্মীরেও জায়গা করে নিচ্ছে হকি, কতটা সুযোগ সুবিধা পাচ্ছে ছেলেমেয়েরা?

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury