মহিলা ক্রীড়াবিদের যৌন হেনস্থার অভিযোগ, বিহারের ভারত্তোলন সংস্থার প্রাক্তন কর্তার বিরুদ্ধে মামলা

Published : Dec 09, 2024, 12:31 PM ISTUpdated : Dec 09, 2024, 01:02 PM IST
Weightlifting

সংক্ষিপ্ত

একাধিক মহিলা কুস্তিগীরের যৌন হেনস্থার অভিযোগে উত্তাল হয়েছে সারা দেশ। এবার মহিলা ভারত্তোলকেরও যৌন হেনস্থার অভিযোগ উঠল।

এক মহিলা ক্রীড়াবিদের যৌন হেনস্থার অভিযোগে বিহার ভারত্তোলন সংস্থার প্রাক্তন কর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হল। বিহারের রাজধানী পাটনার কাঁকরাবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন এই মহিলা ভারত্তোলক। তাঁর অভিযোগ, শনিবার দুপুর একটায় পাটনায় পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে যৌন হেনস্থা করা হয়। এই মহিলা ক্রীড়াবিদের অভিযোগ, স্পোর্টস কমপ্লেক্সের অফিসে যৌন হেনস্থা করা হয়। এই অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। কাঁকরাবাগ থানার স্টেশন হাউস অফিসার নীরজ কুমার ঠাকুর জানিয়েছেন, ‘যৌন হেনস্থার শিকার হওয়া মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

শনিবার ঠিক কী হয়েছিল?

এই মহিলা ভারত্তোলকের অভিযোগ, তিনি শনিবার দুপুরে অনুশীলন করছিলেন। সেই সময় তাঁকে অফিসে ডেকে পাঠানো হয়। এরপর ঘরে তাঁর যৌন হেনস্থা করেন ওই প্রাক্তন কর্তা। এরপর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন এই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হলেও, এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগে উত্তাল দেশ

বিহার ভারত্তোলন সংস্থার প্রাক্তন কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার আগে ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ ওঠে। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন অন্তত ৬ জন মহিলা কুস্তিগীর। তাঁদের মধ্যে একজন নাবালিকাও ছিলেন। পরে অবশ্য এই নাবালিকা অভিযোগ প্রত্যাহার করে নেন। ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন ভিনেশ ফোগট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকের মতো ক্রীড়াবিদরা। সারা দেশের ক্রীড়ামহল আন্দোলনকে সমর্থন করে। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশ। আদালতে মামলা চলছে। তবে এখনও গ্রেফতার হননি ব্রিজভূষণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Brij Bhushan Sharan Singh: চার্জ গঠনের নির্দেশ দিল্লির আদালতের, বিপাকে ব্রিজভূষণ শরণ সিং

Wrestling: কুস্তি ছেড়ে দিচ্ছেন, ব্রিজভূষণ-ঘনিষ্ঠের জয়ে ক্ষুব্ধ সাক্ষী মালিক

Brij Bhushan Sharan Singh: সুযোগ পেলেই যৌন হেনস্থা করতেন ব্রিজভূষণ, দাবি দিল্লি পুলিশের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?
IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?