পেশাদার ব্যাডমিন্টন থেকে অবসর নিচ্ছেন? সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল জিতে জবাব সিন্ধুর

Published : Dec 02, 2024, 01:52 AM ISTUpdated : Dec 02, 2024, 02:02 AM IST
PV Sindhu

সংক্ষিপ্ত

গত কয়েক বছর ধরে কোর্টে পি ভি সিন্ধুর সময়টা ভালো যাচ্ছে না। প্যারিস অলিম্পিক্সেও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি এই শাটলার। তবে তিনি ফর্ম ও ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন।

বেশ কিছুদিন ধরে সাফল্য পাচ্ছিলেন না। সমালোচকরা বলতে শুরু করেছিল, কেরিয়ার শেষ। রবিবার লখনউয়ে সৈয়দ মোদী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সুপার ৩০০ টুর্নামেন্ট জিতে সমালোচকদের জবাব দিলেন পি ভি সিন্ধু। একইসঙ্গে এই শাটলার জানিয়ে দিলেন, তিনি আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ের ব্যাডমিন্টন খেলতে চান। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করাও এই শাটলারের লক্ষ্য। এখনও পর্যন্ত অলিম্পিক্সে একবার ব্রোঞ্জ এবং একবার রুপো জিতলেও, সোনা জিততে পারেননি। লস অ্যাঞ্জেলেসে সোনা জিতেই কেরিয়ার শেষ করতে চান সিন্ধু। তিনি ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়। কেরিয়ারের শেষদিকেও সাফল্যই চাইছেন এই তারকা শাটলার।

চোটমুক্ত থাকাই সিন্ধুর লক্ষ্য

টোকিও অলিম্পিক্সের পর থেকে গত কয়েক বছর ধরে চোট-আঘাতে জর্জরিত ছিলেন সিন্ধু। প্যারিস অলিম্পিক্সে যোগ দিলেও, খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই শাটলার। তাঁর বয়স এখন ২৯ বছর। আরও ৪ বছর খেলাই লক্ষ্য। সর্বোচ্চ পর্যায়ে লড়াই করতে হলে চোটমুক্ত থাকতে হবে। সেটাই এখন এই তারকার প্রধান লক্ষ্য।

বছরের শেষে সাফল্য সিন্ধুর

২ বছর পর কোনও টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলেন সিন্ধু। রবিবার লখনউয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এই শাটলার বলেছেন, ‘এই জয় আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেবে। ২৯ বছর বয়সে আমি নানা দিক থেকে সুবিধা পাচ্ছি। কারণ, আমি এখন অনেক অভিজ্ঞ। খেলায় অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিতভাবেই আরও ২ বছর খেলব। চোটমুক্ত থাকাই আমার প্রধান লক্ষ্য। সেটা খুব গুরুত্বপূর্ণ। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের এখনও দেরি আছে। আমি ফিট থাকলে কেন খেলব না? আমি আগামী বছরগুলিতে চোটমুক্ত থাকতে চাইছি। ফিট থাকলে নিশ্চয়ই অলিম্পিক্সে খেলব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পতাকা হাতে সিন্ধু, শরৎ কমল, প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে চমক

'জীবনের অন্যতম সেরা সম্মান,' অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করা নিয়ে রোমাঞ্চিত সিন্ধু

নতুন বছরে খোশমেজাজে পিভি সিন্ধু, ইনস্টাগ্রামে নাচের ভিডিও পোস্ট করলেন এই শাটলার

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড