সম্প্রতি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ভারতের পুরুষদের হকি দল। সিনিয়র পর্যায়ের পাশাপাশি জুনিয়র পর্যায়েও ভারতীয় দলের দাপট দেখা যাচ্ছে।
পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকি ফাইনালে পাকিস্তানকে ৫-৩ উড়িয়ে পঞ্চমবার খেতাব জিতল ভারত। বুধবার ওমানের রাজধানী মাসকাটে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। ম্যাচের শুরু থেকেই উত্তেজক লড়াই দেখা যায়। দ্বিতীয় মিনিটেই গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন হান্নান শাহিদ। চতুর্থ মিনিটে ভারতের হয়ে সমতা ফেরান অরাইজিৎ সিং হুন্ডাল। প্রথম কোয়ার্টারে আর গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার পায় ভারত। গোল করতে ভুল করেননি অরাইজিৎ। এরপর ভারতের হয়ে তৃতীয় গোল করেন দিলরাজ সিং। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান পাকিস্তানের সুফিয়ান খান। ফলে প্রথমার্ধের শেষে ৩-২ এগিয়েছিল ভারত। তৃতীয় কোয়ার্টারে ফের পাকিস্তানের হয়ে গোল করে সমতা ফেরান সুফিয়ান। তৃতীয় কোয়ার্টারের শেষে ম্যাচের ফল ছিল ৩-৩। তবে চতুর্থ কোয়ার্টারের খেলা শুরু হতেই ম্যাচের ফল ফের বদলে যায়। অরাইজিতের হ্যাটট্রিকের সুবাদে ৪-৩ এগিয়ে যায় ভারত। এরপর নিজের চতুর্থ এবং দলের পঞ্চম গোল করে ভারতের জয় নিশ্চিত করেন অরাইজিৎ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান।
লড়াই করে জয় ভারতের
তৃতীয় কোয়ার্টারে পাকিস্তান যখন ম্যাচের ফল ৩-৩ করে ফেলেছিল, সেই সময় মনে হচ্ছিল, ভারতীয় দল চাপে পড়ে গিয়েছে। কিন্তু এরপর চতুর্থ কোয়ার্টারে অসাধারণ লড়াই করে জয় পেল ভারত। মানসিক কাঠিন্যের পরিচয় দিলেন ভারতের জুনিয়র হকি খেলোয়াড়রা। ভারতীয় দলের আক্রমণ সামাল দিতে পারল না পাকিস্তানের রক্ষণ।
ভারতের নায়ক অরাইজিৎ
পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেলা সবসময়ই মানসিক চাপের। কিন্তু সেই চাপ সামাল দিয়েই অসাধারণ পারফরম্যান্স দেখালেন অরাইজিৎ। তিনি একাই ৪ গোল করে ভারতের জয়ের নায়ক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
১০ জনে খেলেই ব্রিটিশ দর্প চুরমার করে প্যারিস অলিম্পিক্সের সেমি-ফাইনালে ভারতের পুরুষ হকি দল
PR Sreejesh: হকি কিট কেনার জন্য গরু বিক্রি করেছিলেন বাবা, অবসর ঘোষণার মুহূর্তে আবেগপ্রবণ শ্রীজেশ
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অসাধারণ জয়, মহিলাদের জুনিয়র এশিয়ান কাপ হকি চ্যাম্পিয়ন ভারত