Gulveer Singh: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস ২০২৫-এ ভারতের হয়ে প্রথম সোনা জয় গুলবীর সিংয়ের

Published : May 27, 2025, 07:07 PM ISTUpdated : May 27, 2025, 08:00 PM IST
Gulveer Singh

সংক্ষিপ্ত

Asian Athletics Championships 2025: ভারতের অ্যাথলিটরা আন্তর্জাতিক মঞ্চে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। বয়সভিত্তিক পর্যায়ের পাশাপাশি সিনিয়র পর্যায়েও সাফল্য পাচ্ছেন ভারতের পুরুষ ও মহিলা অ্যাথলিটরা।

Gulveer Singh wins Gold Medal: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস ২০২৫-এ (2025 Asian Athletics Championships) ভারতকে প্রথম সোনা এনে দিলেন গুলবীর সিং (Gulveer Singh)। তিনি পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে সোনা জিতলেন। জাতীয় রেকর্ডের অধিকারী গুলবীর অবশ্য এদিন তাঁর সেরা সময় করতে পারেননি। তাঁর জাতীয় রেকর্ডের সময় ২৭:০০.২২। তবে এশিয়া স্তরের সেরা প্রতিযোগিতায় ২৮:৩৮.৬৩ সময় করে সোনা জিতলেন গুলবীর। তিনি দৌড়ের শুরু থেকেই এগিয়েছিলেন। তবে লড়াই করছিলেন বাহরিনের অ্যাথলিট অ্যালবার্ট কিবিচি রপ। শেষ ল্যাপের আগে তাঁকে টপকে যান গুলবীর। তিনি শেষপর্যন্ত এগিয়ে থেকেই সোনা জিতে নিলেন। গুলবীরের এই সোনা জয় ভারতের অন্য অ্যাথলিটদের অনুপ্রাণিত করে তুলতে পারে। এই প্রতিযোগিতায় ভারতীয় অ্যাথলিটরা আরও সোনা জিততে পারেন।

এশিয়ান চ্যাম্পিয়নশিপসে নতুন নজির গুলবীরের

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসে তৃতীয় ভারতীয় হিসেবে ১০,০০০ মিটার দৌড়ে সোনা জিতলেন গুলবীর। ১৯৭৫ সালে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই নজির গড়েন হরি চাঁদ। ২০১৭ সালে এই ইভেন্টে সোনা জেতেন জি লক্ষ্মণন। এবার  সোনা জিতলেন গুলবীর। এই অ্যাথলিট এশিয়ান চ্যাম্পিয়নশিপসে দ্বিতীয় পদক জিতলেন। এর আগে ২০২৩ সালে ৫,০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার একেবারে সোনা জিতলেন। মঙ্গলবার গুলবীরের সঙ্গেই ১০,০০০ মিটার দৌড়ে সোনা জিততে পারতেন সাওয়ান বারওয়াল। কিন্তু দুর্দান্ত লড়াই করেও তিনি চতুর্থ স্থানে দৌড় শেষ করেন। তাঁর সময় ২৮:৫০.৫৩।

সোনা জিতে রোমাঞ্চিত গুলবীর

প্রচণ্ড গরমে ২৫ পাক দৌড়ে সোনা জেতার পর ক্লান্ত হলেও, পারফরম্যান্সে তৃপ্ত গুলবীর। যদিও তিনি জানিয়েছেন, গরমের জন্য সেরা সময় করতে পারেননি। এই অ্যাথলিটের কথায়, ‘আমার সময় যেমনই হোক না কেন, প্রধান লক্ষ্য ছিল এক নম্বরে রেস শেষ করা। আমার রেসের কৌশল সফলভাবে কার্যকর করতে পেরে আমি খুশি। সোনার পদক নিশ্চিতভাবেই আমার বিশ্ব র‍্যাঙ্কিং উন্নত করবে। সেপ্টেম্বরে টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসের যোগ্যতা অর্জনের সুযোগও বাড়িয়ে দেবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড