Asian Games 2023: উশু সেমি-ফাইনালে রোশিবিনা দেবী নাওরেম, পদক নিশ্চিত

Published : Sep 25, 2023, 08:07 PM ISTUpdated : Sep 25, 2023, 08:58 PM IST
china asian games

সংক্ষিপ্ত

এবারের এশিয়ান গেমসে পদক তালিকায় এখন ৬ নম্বরে ভারত। সবে দ্বিতীয় দিন হয়েছে। ফলে পদক তালিকায় ভারতের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

এবারের এশিয়ান গেমস শুরু হওয়ার আগেই ভারতের ৩ জন উশু খেলোয়াড় নিয়েম্যান ওয়াংশু, ওনিলু তেগা ও মেপাং ল্যামগুকে চিনে প্রবেশের অনুমতি না দেওয়া নিয়ে তীব্র বিতর্ক হয়। সোমবার সেই উশুতেই পদক নিশ্চিত করে ফেলল ভারত। মহিলাদের ৬০ কেজি বিভাগে স্যান্ডোর সেমি-ফাইনালে পৌঁছে গেলেন রোশিবিনা দেবী নাওরেম। ফলে অন্তত ব্রোঞ্জ পাচ্ছে ভারত। নাওরেম যদি ফাইনালে পৌঁছে যেতে পারেন, তাহলে সোনা বা রুপো পেতে পারেন। ফলে ভারতের পদক সংখ্যা বাড়ছে। সবমিলিয়ে এশিয়ান গেমসের দ্বিতীয় দিন ভালোই কাটল ভারতের। তৃতীয় দিন আরও ভালো পারফরম্যান্সের আশায় ভারত।

সোমবার কোয়ার্টার ফাইনালে কাজাকস্তানের আয়মান কারশিগাকে হারিয়ে দেন নাওরেম। এবারের এশিয়ান গেমসে উশু থেকে প্রথম পদক পেল ভারত। এই নিয়ে দ্বিতীয়বার এশিয়ান গেমসে পদক পেলেন নাওরেম। এর আগে ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন নাওরেম। এবার তিনি সোনা বা রুপো জিততে চান নাওরেম। তিনিই এবারের এশিয়ান গেমসে উশু থেকে দেশকে প্রথম পদক এনে দিলেন। 

এবারের এশিয়ান গেমসে উশু স্যান্ডো ক্যাটাগরিতে ভারতের একমাত্র প্রতিনিধি নাওরেম। তিনি বুধবার সেমি-ফাইনাল খেলতে নামবেন। সেই লড়াইয়ে জয় পেলে বৃহস্পতিবার ফাইনাল খেলবেন। নাওরেম সেটাই চাইছেন। ভারতের ক্রীড়াপ্রেমীদেরও আশা, এবার উশু থেকে সোনা আসবে। জাকার্তা এশিয়ান গেমসের সেমি-ফাইনালে চিনের কাই ইংইংয়ের কাছে ০-১ হেরে যান নাওরেম। এবার সেমি-ফাইনালে আর হারতে চান না তিনি।

অন্যদিকে, উশুতে পুরুষদের ইভেন্ট থেকেও পদকের আশা তৈরি হয়েছে। পুরুষদের ৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ভানু প্রতাপ। তিনি হারিয়ে দিয়েছেন উজবেকিস্তানের ইসলোমবেক খাইদারভকে।

নিয়েম্যান ওয়াংশু, ওনিলু তেগা ও মেপাং ল্যামগু চিনে প্রবেশের অনুমতি না পাওয়ায় ভারতের উশু দলের বাকি ৭ জন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ এশিয়ান গেমসে যোগ দিয়েছেন। অরুণাচল প্রদেশের ৩ উশু খেলোয়াড় হংকং থেকে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে চিন সফর বাতিল করেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ভারতের পক্ষ থেকে এশিয়ান গেমসের আয়োজকদের বিষয়টি জানানো হয়। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার কাছেও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ভারত। কিন্তু তারপরেও অরুণাচল প্রদেশের উশু খেলোয়াড়রা চিনে এশিয়ান গেমসে যোগ দেওয়ার সুযোগ পাননি। সোশ্যাল মিডিয়ায় ক্রীড়াপ্রেমীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

আরও পড়ুন-

Asian Games 2023: জোড়া সোনায় এশিয়ান গেমসে পদক তালিকায় ৬ নম্বরে ভারত

Asian Games 2023: বাংলার মেয়ে তিতাসের হাত ধরে মহিলা ক্রিকেটে ঐতিহাসিক সোনা

Asian Games : ১০ মিটার এয়ার রাইফেলে রুপো, সতীর্থদের শুভেচ্ছা আশি চোকসির

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড