Asian Games 2023: জোড়া সোনায় এশিয়ান গেমসে পদক তালিকায় ৬ নম্বরে ভারত

এবারের এশিয়ান গেমসে ২০১৮ সালের চেয়েও বেশি পদকের আশায় সারা দেশের ক্রীড়ামহল। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও ভারতীয় ক্রীড়াবিদদের দুর্দান্ত ফলের আশায়।

সোমবার এশিয়ান গেমসে পুরুষদের দলগত ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছে ভারত। এরপর মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনা জিতেছেন তিতাস সাধু, স্মৃতি মন্ধানারা। ফলে এখন ২টি সোনা, ৩টি রুপো, ৬টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় ৬ নম্বরে ভারত। ৩৬টি সোনা, ১৯টি রুপো ও ৯টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে আয়োজক দেশ চিন। দক্ষিণ কোরিয়া ৯ সোনা, ১০টি রুপো ও ১১টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে। ৫টি সোনা, ১২টি রুপো ও ১১টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে জাপান। চতুর্থ স্থানে থাকা উজবেকিস্তান ৪টি সোনা, ৪টি রুপো ও ৬টি ব্রোঞ্জ পেয়েছে। ভারতের ঠিক আগে থাকা হংকং ৩টি সোনা, ৪টি রুপো ও ৬টি ব্রোঞ্জ পেয়েছে। ৭ নম্বরে থাকা চিনা তাইপেই ২টি সোনা, ১টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পেয়েছে। ইন্দোনেশিয়া ১টি সোনা, ১টি রুপো ও ৪টি ব্রোঞ্জ পেয়েছে। ১টি সোনা, ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ নিয়ে ৯ নম্বরে থাইল্যান্ড। ম্যাকাও ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ পেয়েছে। তাজিকিস্তানও ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ পেয়েছে। ইরান ৩টি রুপো ও ৫টি ব্রোঞ্জ পেয়েছে।

এশিয়ান গেমসের দ্বিতীয় দিন ভারতের আরও পদক নিশ্চিত হয়ে গিয়েছে। মহিলাদের ৬০ কেজি বিভাগের সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছেন উশু খেলোয়াড় রোশিবিনা দেবী নাওরেম। তিনি কোয়ার্টার ফাইনালে কাজাকস্তানের আয়মান কারশিগাকে হারিয়ে দিয়েছেন। ফলে এই ইভেন্টে ব্রোঞ্জ নিশ্চিত হয়ে গিয়েছে। তবে ফাইনালে পৌঁছনোই লক্ষ্য নাওরেমের। তাহলে তিনি সোনা জেতার জন্য লড়াই করতে পারবেন। আরও সোনা এলে পদক তালিকায় উন্নতি হবে ভারতের।

Latest Videos

এশিয়ান গেমসের দ্বিতীয় দিন টেনিসে মিশ্র ফল হল ভারতের। পুরুষদের ডাবলসে ইন্দোনেশিয়াকে হারিয়ে দিয়েছে ভারত। অ্যান্টনি ও আগুং সুসান্তোর বিরুদ্ধে জয় পান সাকেত মিনেনি ও রামকুমার রামানাথন। তাঁরা স্ট্রেট সেটে জয় পেয়েছেন। তবে পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছেন রোহন বোপান্না ও ইউকি ভাম্বরি। তাঁরা উজবেকিস্তানের কাছে হেরে গেলেন। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে কাজাকস্তানের আরুজহান সাংগানডিকোভাকে হারিয়ে দিয়েছেন রুতুজা সাম্পাতারো। তাঁর পক্ষে ম্যাচের ফল ৭-৬, ৬-২। উজবেকিস্তানের সাব্রিনা ওলিমজোনোভাকে হারিয়ে দিয়েছেন অঙ্কিতা রায়না। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-০, ৬-০। পুরুষদের সিঙ্গলসে ওয়াকওভার পেয়েছেন রামকুমার। মিক্সড ডাবলসে উজবেকিস্তানের ম্যাক্সিম শিন ও আকুগুলের বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় পেয়েছেন বোপান্না ও রুতুজা। ম্যাচের ফল ৬-২, ৬-৪। মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে কাজাকস্তানের ঝ্যানেল সুতেমোভা ও আরুজাহানকে হারিয়ে দিয়েছেন রুতুজা ও কারমান ঠান্ডি। ম্যাচের ফল ৬-৪, ৬-২। 

আরও পড়ুন-

Asian Games 2023: এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে সোনা, তিতাস সাধুর প্রশংসায় জয় শাহ

Asian Games 2023: বাংলার মেয়ে তিতাসের হাত ধরে মহিলা ক্রিকেটে ঐতিহাসিক সোনা

Asian Games : ১০ মিটার এয়ার রাইফেলে রুপো, সতীর্থদের শুভেচ্ছা আশি চোকসির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today