Asian Games : ১০ মিটার এয়ার রাইফেলে রুপো, সতীর্থদের শুভেচ্ছা আশি চোকসির

এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পেয়েছেন আশি চোকসি। তাঁর আশা, শ্যুটিংয়ে আরও পদক পাবে ভারত।

Share this Video

এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পেয়েছেন আশি চোকসি। পদক জেতার পর তিনি বলেছেন, 'এটা ব্যক্তিগত ইভেন্ট ছিল। আমি ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। কোচ সাহায্য করেছেন। দিনটা ভালো গেল।' সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন আশি। তাঁর আশা, শ্যুটিংয়ে আরও পদক পাবে ভারত।

Related Video