Asian Games 2023: 'তুমি মায়ের মতোই ভালো,' ২১ বছর পর এশিয়ান গেমসে 'হর' মিলন

এশিয়ান গেমসের মতো প্রতিযোগিতা অনেক ভারতীয় ক্রীড়াবিদের কাছেই স্বপ্নপূরণের মঞ্চ। পাঞ্জাবের অ্যাথলিট হরমিলন বেইন্সেরও স্বপ্নপূরণ হয়েছে এবারের এশিয়ান গেমসে।

অলিম্পিক্সে বাবা-ছেলের পদক দেখেছে ভারত। হকিতে ভেস পেজ, টেনিসে তাঁর ছেলে লিয়েন্ডার পেজ পদক জিতেছেন। এবার এশিয়ান গেমসে মা-মেয়ের পদকের নজির দেখা গেল। ২০০২ সালের এশিয়ান গেমসে ৮০০ মিটার দৌড়ে রুপো জিতেছিলেন। এবারের এশিয়ান গেমসে ১৫০০ মিটার দৌড়ে রুপো জিতলেন হরমিলন বেইন্স। হরমিলনের বাবা আমনদীপ বেইন্সও নামী অ্যাথলিট। তিনি সাউথ এশিয়ান গেমসে ১৫০০ মিটার দৌড়ে পদক জিতেছিলেন। পরিবারের ৩ সদস্যই দেশের হয়ে পদক জিতেছেন, এই নজির ভারতে বিরল। এশিয়ান গেমসের পর এবার অলিম্পিক্সেও পদক জিতে বাবা-মাকে ছাপিয়ে যাওয়াই হরমিলনের লক্ষ্য।

পাঞ্জাবের মেয়ে হরমিলন রুপো জিতে মায়ের নজির স্পর্শ করতে পেরে অবশ্যই খুশি। কিন্তু সোনা হারানোর আফশোস যাচ্ছে না এই মিডল ডিস্ট্যান্স রানারের। তিনি এখন সোনা খোয়ানোর কারণ বিশ্লেষণ করছেন। এই অ্যাথলিট বলছেন, 'রেসের শুরুতেই মার্তা ইয়োতাকে টপকে যাওয়া উচিত ছিল আমার। আমি সোনা জেতার সুযোগ হারালাম।'

Latest Videos

এবারের এশিয়ান গেমসে ১৫০০ মিটার দৌড়ে ব্যক্তিগত সেরা সময় করতে পারেননি হরমিলন। এই ইভেন্টে তাঁর ব্যক্তিগত সেরা সময় ৪:০৫.৩৯। কিন্তু এশিয়ান গেমসে রুপো জেতার ক্ষেত্রে তিনি ৪:১২.৭৪ সময় করেন। তার ফলেই সোনা জিততে পারলেন না। এ প্রসঙ্গে হরমিলন বলেছেন, 'এই রেসে গতি গুরুত্বপূর্ণ নয়। ট্যাকটিক্যাল বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি শেষ ল্যাপ শেষ করি ৫৮ সেকেন্ডে। সোনা জেতা উইনফ্রেড ইয়াভির সঙ্গে আমার হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে আমি এখনও ৮০০ মিটার দৌড়ে সোনা জেতার সুযোগ পাচ্ছি। এই ইভেন্টে ভালো পারফরম্যান্স দেখিয়ে সোনা জিতে ১৫০০ মিটার দৌড়ে সোনা হারানোর আফশোস দূর করার সুযোগ আছে আমার সামনে।'

হরমিলনের ইনস্টাগ্রাম হ্যান্ডলে নামের জায়গায় লেখা আছে 'দ্য কুইন।' ট্র্যাকে রানির মতোই বিচরণ করতে চান এই রানার। তবে তিনি গত বছর চোটের জন্য অনেকটা সময় ট্র্যাকের বাইরে ছিলেন। চোটের জন্য কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পারেননি। এ প্রসঙ্গে হরমিলন বলেছেন, ‘গত বছর আমার জন্য কঠিন ছিল। ২ মাস ধরে আমাকে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আমার হাঁটুতে ঠিক কী সমস্যা হয়েছে, সেটা চিকিৎসকরা বলতে পারছিলেন না। তবে এখন আমি চোট সারিয়ে ফিট হয়ে উঠেছি। আশা করি আগামী দিনে চোটমুক্ত থাকতে পারব এবং আরও সাফল্য পাব।’

আরও পড়ুন-

Asian Games 2023: ১০০ পদক নিশ্চিত, হাংঝাউ এশিয়ান গেমসে নতুন নজির ভারতের

Asian Games 2023: জাপানকে উড়িয়ে এশিয়ান গেমসে পুরুষদের হকিতে সোনা ভারতের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul