Asian Games: বন্দুক হাতে দাপট দেখাল ভারতের 'সোনার মেয়ে', শুটিংয়ে ব্যক্তিগত বিভাগেও জয় পলকের, রপো পেলেন এষা

১০ মিটার এয়ার পিস্তলে দলগত ভাবে পদক জয়ের পর এবার ব্যাক্তিগত বিভাগেও ভারতের হাতে এল সোনা।

এশিয়ান গেমসে ভারতের হাতে একের পর এক সাফল্য। ১০ মিটার এয়ার পিস্তলে দলগত ভাবে পদক জয়ের পর এবার ব্যাক্তিগত বিভাগেও ভারতের হাতে এল সোনা। একই সঙ্গে একই ইভেন্টে সোনা এবং রুপো জিতল ভারত। এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন পলক গুলিয়া। রুপো পেলেন এষা সিংহ।

শুক্রবার সকালে দলগত বিভাগে রোপো জেতার পর ব্যক্তিগত বিভাগেও আশানুরুপ পারফর্ম্যান্সিই করল পলক ও এষা। পলক সোনা জিতলেন ২৪২.১ পয়েন্ট স্কোর করে। যা এখন পর্যন্ত রেকর্ড। অন্যদিকে এষা পান ২৩৯.৭ পয়েন্ট।

Latest Videos

 

 

এশিয়ান গেমসের ষষ্ঠ দিন শুক্রবার সকালে দেশের জন্য প্রথম পদ জিতলেন মহিলা শ্যুটাররা। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে রুপো জিতলেন পলক গুলিয়া, এষা সিং এবং টি এস দিব্যা। অল্পের জন্য সোনা হাতছাড়া হয় ভারতীয় শ্যুটারদের। এই নিয়ে শ্যুটিংয়ে দলগত এবং ব্যক্তিগত বিভাগে ১৪টি পদক জিতল ভারত।

১৮ বছর বয়সি এষা (৫৭৯), পলক (৫৭৭) এবং দিব্যা টিএস (৫৭৫) ত্রয়ী তাদের রৌপ্য পদকের জন্য মোট ১৭৩১ পয়েন্ট করেছে। চিন মোট ১৭৩৬ পয়েন্ট পেয়ে সোনা জিতেছে, যা একটি এশিয়ান গেমসের রেকর্ড।

চাইনিজ তাইপেই তৃতীয় স্থানে ব্রোঞ্জ নিয়ে শেষ করেছে, তাদের মোট পয়েন্ট ১৭২৩।

এষা এবং পলকেরও পৃথক পদক জেতার সুযোগ থাকবে কারণ তারা উভয়েই আট-শুটার ফাইনালে উঠেছে, যোগ্যতা রাউন্ডের পরে পঞ্চম এবং সপ্তম স্থানে রয়েছে। দিব্যা কাট মিস করেছেন, দশম শেষ করেছেন।

কোয়ালিফিকেশন রাউন্ডের স্কোরগুলি দলের পদকপ্রাপ্তদের নির্ধারণ করে, যখন আটটি সর্বোচ্চ স্কোরিং শ্যুটার ফাইনালে চলে যায় ব্যক্তিগত ইভেন্ট জেতার জন্য।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু