Asian Games ২০২৩: ক্রমেই জোড়ালো হচ্ছে হকিতে ভারতের পদক জয়ের সম্ভাবনা, জাপানের বিরুদ্ধে সফজ জয় ভারতের

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে জাপানের বিরুদ্ধে জয় খেলোয়ারদের আত্মবিশ্বাস অনেক্টাই বাড়িয়ে তুলেছে। যদিও জাপানের বিরুদ্ধে ভারতের জয় খুব অস্বাভাবিক কিছু ছিল না।

এশিয়ান গেমসে এবার শুরু থেকেই দাপ্ট দেখাচ্ছে ভারত। ক্রমেই আরও দৃঢ় হচ্চছে হকিতে ভারতের পদক জয়ের সম্ভাবনা। বৃহস্পতিবার গ্রুপ পর্বের ম্যাচে জাপানের বিরুদ্ধে অসধারণ জয় ছিনিয়ে আনল ভারত। ৪-১ গোলে জিতল ভারত। আগামী শনিবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে জাপানের বিরুদ্ধে জয় খেলোয়ারদের আত্মবিশ্বাস অনেক্টাই বাড়িয়ে তুলেছে। যদিও জাপানের বিরুদ্ধে ভারতের জয় খুব অস্বাভাবিক কিছু ছিল না।

শুক্রবার ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমনাত্মক ছিল। তিন মিনিটের মাথায় জাপানের ডি বক্সে ঢুকে পড়েছিলেন গুরজন্ত সিংহ। পাঁচ মিনিটের মাথায় প্রথম কর্ণার পায় ভার‍ত। হরমনপ্রীতের শট পোস্টের বাইরে দিয়ে যায়, তবে গোল হয় না। ১৩ মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারত। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দূরন্ত দাপ্ট এখিয়েছে ভারত। ২৪ মিনিটের মাথায় গোল করেন নীলকান্তের ফ্লিক থেকে গোল করেন মনদীপ সিংহ। তৃতীয়ার্ধের শুরুতে পেনাল্টি কর্নার থেকেই গোল করেন অমিত রোহিদাস।

Latest Videos

চতুর্থ কোয়ার্টারের শুরুতে চতুর্থ গোল করে ভারত। গোল করলেন হরমনপ্রীতের পাস মনদীপ। খেলার শেষ মিনিটে আর একটি গোল করেন কাতো।

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর