Asian Games 2023: ফাইনালে সামনে পাকিস্তান, স্কোয়াশে সোনা জয়ের লক্ষ্যে সৌরভ ঘোষাল

স্কোয়াশে অনেক সাফল্য পেয়েছেন কলকাতার ছেলে সৌরভ ঘোষাল। এবার এশিয়ান গেমসে পুরুষদের দলগত বিভাগে দেশকে সোনা জেতানোই সৌরভের লক্ষ্য। তাঁর সঙ্গী চেন্নাইয়ের ছেলে অভয় সিং।

এশিয়ান গেমসে স্কোয়াশে পুরুষদের দলগত বিভাগের ফাইনালে পৌঁছে গেল ভারত। শুক্রবার সেমি-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মালয়েশিয়াকে সহজেই ২-০ উড়িয়ে দিলেন সৌরভ ঘোষাল, অভয় সিং। অন্য সেমি-ফাইনালে জয় পেয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। ফলে শনিবার ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। পুল এ-র ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। ফলে এবার ফাইনালে বদলা নেওয়ার লড়াই সৌরভদের। কলকাতার ছেলে সৌরভ যথেষ্ট অভিজ্ঞ। তিনি আন্তর্জাতিক মঞ্চে অনেক সাফল্য পেয়েছেন। অভয়, মঙ্গাঁওকরও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে পাকিস্তানকে হারিয়ে সোনা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতের পুরুষদের স্কোয়াশ দল। শনিবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টায় শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ। দেশবাসীর নজর থাকবে টেলিভিশনের পর্দায়। সবারই আশা, শনিবারই চলতি এশিয়ান গেমসে নবম সোনা পেয়ে যাবে ভারত।

এই নিয়ে দ্বিতীয়বার এশিয়ান গেমসে পুরুষদের স্কোয়াশে দলগত বিভাগের ফাইনালে পৌঁছে গেল ভারত। এর আগে ২০১৪ সালে ইঞ্চিয়নে ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে সোনা জিতেছিল ভারত। এবার পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বার এই ইভেন্টে সোনা জয়ের লক্ষ্যে সৌরভরা। শুক্রবার সেমি-ফাইনালে মহম্মদ আদ্দিন ইদার্কির বিরুদ্ধে ৩-১ জয় পান অভয়। এরপর ইয়ায়িন ইউয়ের বিরুদ্ধে সৌরভও ৩-১ ফলে জয় পান। মহেশকে আর লড়াই করতে হয়নি।

Latest Videos

জাকার্তা এশিয়ান গেমসে পুরুষদের দলগত স্কোয়াশে ভারত ও পাকিস্তান ব্রোঞ্জ পেয়েছিল। এবার ২ দল ফাইনালে পৌঁছে গিয়েছে। ফলে শনিবার হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। ২ দলই চলতি এশিয়ান গেমসে ভালো ফর্মে। পুল এ-তে ৫টি মধ্যে ৪টি ম্যাচেই জয় পান সৌরভরা। তবে পাকিস্তান এই গ্রুপের শীর্ষে থাকে। পাকিস্তানের কাছে ১-২ ফলে হেরে যায় ভারত। পাকিস্তানের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন নূর জামান, আসিম মহম্মদ খান ও নাসির ইকবাল। এই ৩ খেলোয়াড় এশিয়া স্তরে বেশ কিছুদিন ধরেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তবে সৌরভরাও লড়াই করতে তৈরি। ফলে সোনা জিততেই পারে ভারত।

ভারতের মহিলা স্কোয়াশ দল অবশ্য সেমি-ফাইনালে হংকংয়ের কাছে ১-২ হেরে গিয়েছে। প্রথম ম্যাচে সিন ইউক চ্যানের কাছে স্ট্রেট সেটে হেরে যান তনভী খান্না। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ৬-১১, ৭-১১, ৩-১১। ২২ মিনিটের মধ্যেই এই ম্যাচ শেষ হয়ে যায়। এরপর দ্বিতীয় ম্যাচে জে লোক হো-কে হারিয়ে সমতা ফেরান জোশনা চিনাপ্পা। তাঁর পক্ষে ম্যাচের ফল হয় ৭-১১, ১১-৭, ৯-১১, ১১-৬, ১১-৮। কিন্তু শেষ ম্যাচে কা ই লি-র কাছে হেরে যান অনাহত সিং। তাঁর বিপক্ষে ম্যাচের ফল হয় ৮-১১, ৭-১১, ১০-১২। দারুণ লড়াই করেও জয় পেলেন না অনাহত।

আরও পড়ুন-

Asian Games 2023: এশিয়ান গেমসে পদক নিশ্চিত, অলিম্পিক্সের যোগ্যতা অর্জন নিখাত জারিনের

India Vs Pakistan: এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান হকি ম্যাচ কখন, কোথায় দেখা যাবে?

Asian Games 2023: মাত্র ঊনিশেই জোড়া মেডেল! কেমন সেই অভিজ্ঞতা, জানালেন রমিতা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today