Asian Games 2023: এশিয়ান গেমসে পদক নিশ্চিত, অলিম্পিক্সের যোগ্যতা অর্জন নিখাত জারিনের

গত এক দশক ধরে আন্তর্জাতিক মঞ্চে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের মহিলা বক্সাররা। এবারের এশিয়ান গেমসেও তার ব্যতিক্রম হচ্ছে না। 

এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে ৪৫ থেকে ৫০ কেজি বিভাগের সেমি-ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করলেন নিখাত জারিন। একইসঙ্গে তিনি প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন। শুক্রবার কোয়ার্টার ফাইনালে জর্ডনের হানান নাসারকে হারিয়ে দিলেন নিখাত। তিনি মাত্র ৫৩ সেকেন্ডেই জয় ছিনিয়ে নেন। রেফারিজ স্টপস কাউন্টে ম্যাচের ফল নির্ধারিত হয়। এবার সেমি-ফাইনালে থাইল্যান্ডের চুথামাত রাকসাতের মুখোমুখি হবেন নিখাত। এই লড়াইয়ে জয় পেলে সোনার লক্ষ্যে ফাইনালে খেলতে নামবেন ভারতের অন্যতম সেরা মহিলা বক্সার। ৬ মাস আগেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন নিখাত। ফলে এশিয়ান গেমসে তাঁর কাছ থেকে সোনার আশাই করছে ভারত।

এর আগে চলতি এশিয়ান গেমসের প্রথম রাউন্ডে ভিয়েতনামের থি ট্যাম এনগুয়েনকে ৫-০ উড়িয়ে দেন নিখাত। এরপর প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার চরং বাককে হারিয়ে দেন নিখাত। এবার কোয়ার্টার ফাইনালেও তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সহজ জয় পেলেন। 

Latest Videos

এ বছরের শুরু থেকেই ভালো ফর্মে নিখাত। দ্বিতীয়বার বিশ্ব চ্য়াম্পিয়নশিপ জেতার পাশাপাশি কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছেন এই মহিলা বক্সার। এবার এশিয়ান গেমসেও দেশকে গর্বিত করে তুলেছেন নিখাত। তাঁর মূল লক্ষ্য প্যারিস অলিম্পিক্সে সোনা জয়। এখনও পর্যন্ত ভারতের কোনও পুরুষ বা মহিলা বক্সার অলিম্পিক্সে সোনা জিততে পারেননি। প্যারিসে সেই নজির গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন নিখাত।

অন্যদিকে, স্কোয়াশে আরও একটি পদক নিশ্চিত করে ফেলেছে ভারত। শুক্রবার মহিলাদের দল ব্রোঞ্জ জিতেছে। এরপর পুরুষদের দল ফাইনালে পৌঁছে গিয়েছে। এদিন সেমি-ফাইনালে মালয়েশিয়াকে ২-০ উড়িয়ে দিয়েছে ভারত। জয় পেয়েছেন বাংলার ছেলে সৌরভ ঘোষাল এবং চেন্নাইয়ের অভয় সিং। পাকিস্তানও পুরুষদের স্কোয়াশের দলগত বিভাগের ফাইনালে পৌঁছে গিয়েছে। ফলে সোনা জয়ের জন্য লড়াই করবে ভারত-পাকিস্তান। এর আগে অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন সৌরভ। ফের দেশকে সোনা এনে দেওয়াই সৌরভের লক্ষ্য।

ভারতের পুরুষ ব্যাডমিন্টন দলও চলতি এশিয়ান গেমসে পদক নিশ্চিত করেছে। শুক্রবার সেমি-ফাইনালে নেপালকে ৩-০ উড়িয়ে দিয়েছে ভারত। জয় পেয়েছেন লক্ষ্য সেন, মিঠুন মঞ্জুনাথ ও কিদম্বী শ্রীকান্ত। সেমি-ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া বা দক্ষিণ কোরিয়া। এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনে ৩৭ বছর পর পদক পাচ্ছে ভারত। সোনা জয়ই লক্ষ্য শ্রীকান্ত, লক্ষ্যদের। গত কয়েক বছর ধরেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের পুরুষ শাটলাররা। তাঁরা টমাস কাপ জিতেছেন। ফলে এশিয়ান গেমসেও সোনা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তাঁরা।

আরও পড়ুন-

India Vs Pakistan: এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান হকি ম্যাচ কখন, কোথায় দেখা যাবে?

Asian Games: বন্দুক হাতে দাপট দেখাল ভারতের 'সোনার মেয়ে', শুটিংয়ে ব্যক্তিগত বিভাগেও জয় পলকের, রপো পেলেন এষা

Muttiah Muralitharan 800 : মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন