Asian Games 2023: পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয়, টেনিস ডাবলস্-এ সেরা ভারতের অঙ্কিতা ও ইউকি

Published : Sep 26, 2023, 06:46 PM IST
Tennis

সংক্ষিপ্ত

পাকিস্তান জুটির মুখোমুখি হয়েছিলেন অঙ্কিতা এবং ইউকি। টেনিস কোর্টে নিজেদের দক্ষতা প্রদর্শন করে এক অবিস্মরণীয় জয় অর্জন করলেন তাঁরা।

দক্ষতা এবং দলগত কাজে অসাধারণ সাফল্য পেল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় এনে দিলেন টেনিস তারকা অঙ্কিতা রায়না এবং ইউকি ভামব্রি। ২০২৩-এর এশিয়ান গেমসে মিশ্র দ্বৈত টেনিস ওপেনারে দারুণ পারফরম্যান্স দিলেন এই জুটি।

পাকিস্তান জুটির মুখোমুখি হয়েছিলেন অঙ্কিতা এবং ইউকি। টেনিস কোর্টে নিজেদের দক্ষতা প্রদর্শন করে এক অবিস্মরণীয় জয় অর্জন করলেন তাঁরা।

এই দুর্দান্ত জয় শুধু তাঁদের ব্যতিক্রমী প্রতিভার প্রতিফলনই করে না, বরং সমগ্র ভারতবাসীর গর্বও প্রতিফলিত করে। আন্তর্জাতিক মঞ্চে আরও সাফল্যের আশায় ভক্ত এবং সমর্থকরা এই প্রতিভাধর ক্রীড়াবিদদের থেকে আরও অসামান্য পারফরম্যান্সের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের কৃতিত্ব ভারতের সম্মান বৃদ্ধির সাথে সাথে প্রত্যাশার মাত্রাকেও আরও বাড়িয়ে তুলেছে।

 

PREV
click me!

Recommended Stories

স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সেলোনার কাছে হারের পরেই ছাঁটাই রিয়াল মাদ্রিদের কোচ
'আইসিসি-র অস্তিত্ব থাকারই প্রয়োজন নেই!' চাঞ্চল্যকর দাবি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের