কুস্তি ফেডারেশনের সহ-সচিব বিনোদ তোমরকে সাসপেন্ড করল ক্রীড়ামন্ত্রক

Published : Jan 21, 2023, 10:08 PM ISTUpdated : Jan 21, 2023, 10:37 PM IST
brijbhushan sharan singh

সংক্ষিপ্ত

কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে ক্রীড়ামন্ত্রক।

কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের পাশে দাঁড়ানোর পরেই সাসপেন্ড হলেন সহ-সচিব বিনোদ তোমর। শনিবার সন্ধেবেলা কুস্তি ফেডারেশনের সহ-সচিবকে সাসপেন্ড করল ক্রীড়ামন্ত্রক। শনিবারই ব্রিজভূষণকে সমর্থন করে তোমর বলেন, কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। যে কুস্তিগীররা ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাঁরা কেন প্রমাণ পেশ করছেন না সেই প্রশ্নও তোলেন তোমর। তিনি বলেন, 'সব অভিযোগ ভিত্তিহীন। কুস্তিগীররা ৩-৪ দিন ধরে অবস্থানে বসলেও, তাঁরা এখনও পর্যন্ত প্রমাণ পেশ করতে পারেননি। আমি কুস্তি ফেডারেশনের সঙ্গে গত ১২ বছর ধরে যুক্ত আছি। কুস্তিগীরদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রেখে চলি। কিন্তু আমি কোনওদিন এরকম কোনও ঘটনা বা অভিযোগের কথা কোনওদিন শুনিনি।' তোমর আরও দাবি করেন, ব্রিজভূষণ কুস্তি ফেডারেশনের প্রতিদিনের কাজকর্ম থেকে অব্যাহতি নিয়েছেন। কারণ, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর এই ঘটনার তদন্ত শুরু করেছে ক্রীড়ামন্ত্রক।

উত্তরপ্রদেশের গোন্ডায় যে র‍্যাঙ্কিং টুর্নামেন্ট চলছে, সেটি বাতিল করার নির্দেশ দিয়েছে ক্রীড়ামন্ত্রক। এই প্রতিযোগিতার জন্য যে সমস্ত কুস্তিগীররা এন্ট্রি ফি জমা দিয়েছিলেন, তাঁদের সেই অর্থ ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে ক্রীড়ামন্ত্রক।

বুধবার থেকে দিল্লির যন্তর মন্তরে কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অবস্থান শুরু করেন বজরঙ্গ পুনিয়া, ভিনেশ ফোগট, সাক্ষী মালিক-সহ দেশের প্রথমসারির কুস্তিগীররা ভিনেশ বলেন,। ‘১০-১২ জন মহিলা কুস্তিগীর আমাকে জানিয়েছে, ব্রিজভূষণ শরণ সিং তাঁদের যৌন নির্যাতন করেছেন। লখনউয়ে জাতীয় শিবির চলাকালীন কুস্তি ফেডারেশনের সভাপতি এবং কয়েকজন কোচ মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করেন। আমি এর প্রতিবাদ করি। এর জন্য আমাকে খুনের হুমকি দেওয়া হয়।’

বজরঙ্গ বলেন, ‘আমাদের লড়াই সরকার বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে নয়। আমরা লড়াই করছি কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে। এবার আমরা শেষ দেখে ছাড়ব। যতক্ষণ না কুস্তি ফেডারেশনের সভাপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা লড়াই চালিয়ে যাব। যতদিন না কুস্তি ফেডারেশনের সভাপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ দেব না। ভারতীয় কুস্তিকে বাঁচানোর জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।’

কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। যদিও ব্রিজভূষণ এখনও পর্যন্ত অভিযোগ স্বীকার করেননি। তিনি পদ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। তবে তাঁকে সরে যেতেই হবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে ক্রীড়ামন্ত্রক সূত্রে।

আরও পড়ুন-

ব্রিজ ভূষণ-সহ যৌন নির্যাতনে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের জন্য এবার কমিটি গঠনের সিদ্ধান্ত, ন্যায় বিচারের আশ্বাস সভাপতি ঊষার

ব্রিজ ভূষণ-সহ যৌন নির্যাতনে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে হবে তদন্ত, বললেন অনুরাগ, কিন্তু উঠল না ববিতা ফোগটদের অবস্থান বিক্ষোভ

কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে সানিয়া মির্জা

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: টসে জিতে বোলিং নিল দক্ষিণ আফ্রিকা, দুই দলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!