হকি বিশ্বকাপে পরপর ২ ম্যাচে ভালো পারফরম্যান্স, খুশি ভারতের কোচ গ্রাহাম রিড

এবারের হকি বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। হরমনপ্রীত সিং, অমিত রোহিদাসদের পারফরম্যান্সে খুশি কোচ গ্রাহাম রিড।

রাউরকেল্লার বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে চলতি হকি বিশ্বকাপে নিজেদের প্রথম ২ ম্যাচে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে ২-০ গোলে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভারত। গ্রুপের শেষ ম্যাচে ওয়েলশকে বড় ব্যবধানে হারাতে পারলেই শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেতে পারে ভারত। এখনও পর্যন্ত দল যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে খুশি কোচ গ্রাহাম রিড। ভারতীয় দল এখনও পর্যন্ত গোল খায়নি। এটা কোচের কাছে বেশি স্বস্তির। তিনি গোল না খাওয়াকে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন। ভারতের কোচ বলেছেন, ‘টোকিও অলিম্পিক্সের পর থেকেই আমরা অনেক গোল খাচ্ছিলাম। কিন্তু এবার আমরা পরপর ২ ম্যাচে গোল খাইনি। এটা ইতিবাচক দিক। আমরা বিপক্ষ দলকে অনেক বেশি পেনাল্টি কর্নার দিয়েছি কিন্তু কোনও পেনাল্টি কর্নার থেকেই গোল খাইনি। পেনাল্টি কর্নার ভালোভাবে সামাল দিতে পেরেছি।’ এবারের হকি বিশ্বকাপে পুল ডি-তে সবচেয়ে খারাপ পারফরম্যান্স ওয়েলশের। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ গোল খাওয়ার পর দ্বিতীয় ম্যাচে স্পেনের কাছেও ৫ গোল খেয়েছে ওয়েলশ। ২ ম্যাচে ১০ গোল হজম করে মাত্র ১ গোল করতে পেরেছে ওয়েলশ। ফলে এই দলের বিরুদ্ধে ভারত বড় ব্যবধানে জিততে পারে।

ভারতের কোচ আরও জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে চোট পেয়েছেন হার্দিক রাই। ম্যাচের শেষদিকে তাঁকে তুলে নিতে হয়। তবে এই খেলোয়াড়ের চোট প্রথমে যতটা গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছিল, ততটা গুরুতর নয়। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁকে পরের ম্যাচে খেলানো সম্ভব হবে কি না, সে ব্যাপারে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

Latest Videos

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ডিফেন্ডাররা যে পারফরম্যান্স দেখিয়েছেন, তার প্রশংসা করেছেন কোচ। তিনি বলেছেন, ‘এই পর্যায়ের ম্যাচে যখন আমরা দ্রুতগতিতে হকি ম্যাচ খেলছি, তখন বিপক্ষ দল পেনাল্টি কর্নার পেতেই পারে। তবে বিপক্ষ দল যদি বেশি পেনাল্টি কর্নার পেয়ে যায়, তাহলে সেটা অবশ্যই উদ্বেগের ব্যাপার। আমরা ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। বিপক্ষ দলের বৃত্তের মধ্যে আমাদের আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। খেলোয়াড়রা যে দায়বদ্ধতা দেখাচ্ছে তাতে আমি খুশি। ২ দলই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। অসাধারণ ম্যাচ হয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর ২ দলের খেলোয়াড়রাই ক্লান্ত হয়ে পড়েছিল।’

ভারতের কোচ আরও বলেছেন, ‘ইংল্যান্ড ও নেদারল্যান্ডস একইরকমভাবে খেলে। ওরা দ্রুতগতিতে আক্রমণ করে, আক্রমণে অনেক খেলোয়াড়কে তুলে আনে এবং গোলের সুযোগ তৈরি করে। তবে আমরা খুব ভালোভাবে যাবতীয় আক্রমণ সামাল দিয়েছি। আমাদের গোলকিপারকে পেনাল্টি কর্নার থেকে একটাও বল সেভ করতে হয়নি।’

আরও পড়ুন-

২ বছর পর ৫০ হাজার প্রতিযোগীকে নিয়ে শুরু টাটা মুম্বই ম্যারাথন ২০২৩

৬ বছর বয়স থেকে টেনিস খেলা শুরু, এবার যাত্রা থামছে, ঘোষণা সানিয়া মির্জার

কার রেসিংয়ের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত প্রখ্যাত রেসার, দেখুন রুদ্ধশ্বাস ভিডিও

Share this article
click me!

Latest Videos

সনাতনীদের বিশাল মিছিল! Bangladesh-এ চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে Kolkata উত্তাল |Chinmoy Krishna Das
এটিএম লুঠের ছক ভেস্তে দিলো পুলিশ! ভীন রাজ্যের যোগ, চাঞ্চল্য New Barrackpore-এ | North 24 Parganas
Suvendu Adhikari : 'সোমবার বর্ডার-এ বুঝিয়ে দেবো ইউনূসকে' #shorts #suvenduadhikari #bangladeshcrisis
'এক চিন্ময় কারাগারে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে' Chinmoy Krishna Das-এর মুক্তির দাবীতে উত্তাল Kolkata
Suvendu Adhikari : বাংলাদেশের ইউনূসকে যা বলল শুভেন্দু! #shorts #suvenduadhikari #bangladeshcrisis