Australian Open: পরপর ২ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন, উচ্ছ্বসিত আরিনা সাবালেঙ্কা

শনিবার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গলসের নিষ্পত্তি হয়ে গেল। বেলারুশের আরিনা সাবালেঙ্কার দাপট অব্যাহত। তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হলেন।

পরপর ২ বার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গলস জিতলেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। শনিবার রড লেভার এরিনায় চিনের কিনওয়েন ঝেংকে সহজেই হারিয়ে দিলেন সাবালেঙ্কা। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-২। এক ঘণ্টার মধ্যেই জয় তুলে নেন সাবালেঙ্কা। এবার দ্বিতীয় বাছাই হিসেবে খেলতে নেমেছিলেন তিনি। দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হলেন বেলারুশের এই খেলোয়াড়। ২০১২ ও ২০১৩ সালে পরপর ২ বার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গলস জেতেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। এক দশক পর সেই নজির স্পর্শ করলেন সাবালেঙ্কা। শনিবার ফাইনালে ১২ নম্বর বাছাই ঝেংকে কোনও সুযোগই দেননি সাবালেঙ্কা।

দলকেই কৃতিত্ব দিচ্ছেন সাবালেঙ্কা

Latest Videos

পরপর ২ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর সাবালেঙ্কা তাঁর দলের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এই খেলোয়াড় বলেছেন, 'তোমরা না থাকলে আমি খেলায় এত সাফল্য পেতাম না। ব্রিসেবেনে ফাইনালের পর আমি ওদের উপর কিছুটা চাপ দিয়েছিলাম। এবার আমরা আরও ভালো পারফরম্যান্স দেখাতে পেরেছি।' অস্ট্রেলিয়ান ওপেনের আগে ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলেন সাবালেঙ্কা। সেই টুর্নামেন্টে খেলেই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের জন্য তৈরি হন এই তারকা। এর ফলেই তিনি চ্যাম্পিয়ন হলেন।

হার্ড কোর্টে অসাধারণ পারফরম্যান্স সাবালেঙ্কার

২০২৩ সালে ইউএস ওপেনের ফাইনালে উঠলেও, কোকো গফের কাছে হেরে যান সাবালেঙ্কা। তিনি পরপর ৩ বার হার্ড কোর্টে গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলে ২ বার চ্যাম্পিয়ন হলেন। এবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পথে একটিও সেট খোয়াননি সাবালেঙ্কা। ২০২৩ থেকে অস্ট্রেলিয়ান ওপেনে ২৯টি সেট খেলে ২৮টিতেই জয় পেয়েছেন তিনি। পঞ্চম মহিলা খেলোয়াড় হিসেবে প্রতিটি সেট জিতে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন সাবালেঙ্কা। তাঁর আগে এউ নজির গড়েন লিন্ডসে ডাভেনপোর্ট, মারিয়া শারাপোভা, সেরেনা উইলিয়ামস ও অ্যাশ বার্টি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohan Bopanna: বয়স্কতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রোহন বোপান্না

Asian Games 2023: এশিয়ান গেমসে টেনিসে মিক্সড ডাবলসে সোনা রোহন বোপান্না-রুতুজা ভোসালের

বয়স্কতম খেলোয়াড় হিসেবে এটিপি মাস্টার্স জয়, ইন্ডিয়ান ওয়েলসে ইতিহাস রোহন বোপান্নার

Share this article
click me!

Latest Videos

ফের বড়সড় অভিযানে ইডি! একাধিক ঠিকানায় একযোগে ইডির হানা! দেখুন | ED Raid Today
‘পুলিশ না থাকলে তৃণমূলকে কেউ ভয় পেতো না’ মমতাকে ঝাঁঝালো আক্রমণ সুকান্তর! দেখুন কী বললেন | Sukanta M
‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
'আমি কিছু করিনি, আমায় ফাঁসিয়েছে বিনীত গোয়েল' চিৎকার সঞ্জয় রায়ের | Sanjay Roy | RG Kar Case
‘পশ্চিমবঙ্গের হিন্দুদের ক্ষমতা এবার দেখবে তৃণমূল’ তৃণমূলকে হুঙ্কার শুভেন্দুর! | Suvendu Adhikari