সংক্ষিপ্ত

এবারের এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য অব্যাহত। শনিবার একের পর এক পদক জিতে চলেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এদিনই আরও পদক আসতে চলেছে।

এশিয়ান গেমসে টেনিসের মিক্সড ডাবলসে সোনা জিতলেন রোহন বোপান্না ও রুতুজা ভোসালে। শনিবার ফাইনালে তাইওয়ানের সুং-হাও হুয়াং ও এন-শুও লিয়াংকে হারিয়ে দিলেন রোহন-রুতুজা। তাঁদের পক্ষে ম্যাচের ফল ২-৬, ৬-৩, ১০-৪। প্রথম সেটে হেরে গেলেও, তারপর ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিল ভারতীয় জুটি। ২০০২ সাল থেকে এখনও পর্যন্ত যতবার এশিয়ান গেমস হয়েছে, প্রতিবারই টেনিস থেকে অন্তত একটি করে সোনা পেয়েছে ভারত। এবারও তার ব্যতিক্রম হল না। ৪৩ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দেশকে সোনা এনে দিলেন রোহন। তাঁর পাশে ভালো পারফরম্যান্স দেখালেন রুতুজাও। ১ ঘণ্টা ১৪ মিনিটের লড়াইয়ে জয় পেল ভারত। প্রথম সেটে সহজ জয় পায় তাইওয়ানের জুটি। কিন্তু তারপরেই ম্যাচে ফেরেন রোহন-রুতুজা। তাঁরা দ্বিতীয় সেট জিতে সমতা ফেরান। এরপর তৃতীয় সেট গড়ায় টাইব্রেকারে। স্নায়ুর উপর নিয়ন্ত্রণ বজায় রেখে অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেন রোহন।

এই নিয়ে এশিয়ান গেমসে দ্বিতীয়বার পদক জিতলেন রোহন। এর আগে ২০১৮ সালে জাকার্তায় তিনি পুরুষদের ডাবলসে সোনা জিতেছিলেন। এবারের এশিয়ান গেমসেও পুরুষদের ডাবলসে ভারত সোনা জিতবে বলে আশা করা হয়েছি। কিন্তু শুরুতেই হেরে যান রোহন ও ইউকি ভাম্বরি। তবে মিক্সড ডাবলসে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় পেলেন রোহন-রুতুজা। এবারের এশিয়ান গেমস রুতুজার কাছে স্মরণীয় হয়ে থাকল। তিনি এই প্রথম এশিয়ান গেমস থেকে পদক পেলেন।

এই নিয়ে চলতি এশিয়ান গেমসে টেনিস থেকে দ্বিতীয় পদক পেল ভারত। পুরুষদের ডাবলসে রুপো পেয়েছেন রামকুমার রামনাথন ও সাকেত মিনেনি। তাঁরা ফাইনালে চিনা তাইপেইয়ের জুটি জেসন জং ও ইউ-হিউ হু-র কাছে হেরে যান। না হলে টেনিসে জোড়া সোনা জিততে পারত ভারত। এই নিয়ে এশিয়ান গেমসের ইতিহাসে তৃতীয়বার মিক্সড ডাবলসে সোনা জিতল ভারত। ২০০৬ সালে দোহা এশিয়াডে সোনা জেতেন লিয়েন্ডার পেজ ও সানিয়া মির্জা। এরপর ২০১৪ সালে ইঞ্চিয়নে সোনা জেতেন সানিয়া ও সাকেত।

লিয়েন্ডার-মহেশ ভূপতির পর ভারতের পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম রোহন। ডেভিস কাপে যেমন অনেক স্মরণীয় জয় পেয়েছেন, তেমনই গ্র্যান্ড স্ল্যামেও লড়াই করেছেন রোহন। এই অভিজ্ঞ খেলোয়াড় দেশকেও সাফল্য এনে দিয়েছেন। শনিবার হাংঝাউতে রুতুজাকে নিয়ে দারুণ লড়াই করলেন রোহন। এটাই হয়তো তাঁর শেষ এশিয়ান গেমস। সোনা জয়ের মাধ্যমে হাংঝাউ এশিয়ান গেমস স্মরণীয় করে রাখলেন রোহন।

আরও পড়ুন-

India Vs Pakistan: স্কোয়াশে পুরুষদের দলগত বিভাগের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

Asian Games 2023: সপ্তম দিনে প্রথম পদক এল শ্যুটিংয়ে, জন্মদিনে রুপো জিতলেন সর্বজ্যোত

Asian Games 2023: মাত্র ঊনিশেই জোড়া মেডেল! কেমন সেই অভিজ্ঞতা, জানালেন রমিতা