স্ট্রেট সেটে জয়, টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনার

Published : Jan 26, 2025, 05:23 PM ISTUpdated : Jan 26, 2025, 06:35 PM IST
Jannik Sinner

সংক্ষিপ্ত

পুরুষদের টেনিসে নতুন তারকা হয়ে উঠেছেন ইতালির ইয়ান্নিক সিনার। পরপর দু'বার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হলেন সিনার।

ফুটবলের মতোই টেনিসেও ইতালি-জার্মানি লড়াই বহু পুরনো। ফুটবল মাঠে লড়াইয়ের জন্য বিখ্যাত জার্মানি। কিন্তু পুরুষদের টেনিসে বরিস বেকারের উত্তরসূরি আলেকজান্ডার জেরেভ লড়াই করতে পারছেন না। টানা তৃতীয়বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হেরে গেলেন জেরেভ। ২০২০ সালে ইউএস ওপেন ফাইনাল, ২০২৪ সালে ফ্রেঞ্চ ওপেন ফাইনালের পর রবিবার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালেও হেরে গেলেন জেরেভ। তাঁকে হারিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ইতালির ইয়ান্নিক সিনার। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩। ১৯৯১ সালে শেষবার জার্মানির পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতেন মাইকেল স্টিচ। তিনি সেবার উইম্বলডন ফাইনালে বেকারকে স্ট্রেট সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন। জার্মানির পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে বেকার ও স্টিচ ছাড়া অন্য কেউ এখনও পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। তিনবার সুযোগ পেয়েও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হেরে গেলেন জেরেভ।

জার্মানদের ক্ষোভের মুখে জেরেভ

প্রায় সাড়ে তিন দশক জার্মানির কোনও পুরুষ টেনিস খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। ফলে জার্মানির টেনিসপ্রেমীরা ক্ষুব্ধ। তাঁদের আশা ছিল, এবার চ্যাম্পিয়ন হবেন জেরেভ। কিন্তু তিনি ফের গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হেরে যাওয়ায় অনেকেই হতাশ ও ক্ষুব্ধ। রবিবার রড লেভার এরিনায় পুরুষদের সিঙ্গলসের ফাইনাল শেষ হওয়ার পর যখন বক্তব্য পেশ করতে যান জেরেভ, তখন এক দর্শক বারবার চিৎকার করে তাঁকে বাধা দেন।

পরিবারের সামনে খেতাব জিতে আবেগপ্রবণ সিনার

রবিবার রড লেভার এরিনায় দর্শকাসনে ছিলেন সিনারের পরিবারের সদস্যরা। চ্যাম্পিয়ন হওয়ার পর গ্যালারিতে ছুটে গিয়ে পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন ইতালির এই খেলোয়াড়। তিনি নিষিদ্ধ মাদক সেবন করার দায়ে নির্বাসিত হয়েছিলেন। তবে আদালতের নির্দেশে সামান্য শাস্তি পেয়েই কোর্টে ফেরেন সিনার। নির্বাসনের পর কোর্টে ফিরে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই খেলোয়াড়। তিনি এখন পুরুষদের টেনিসের জগতের অন্যতম সেরা তারকা। ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে সিনার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Australian Open 2024: অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস ইয়ান্নিক সিন্নারের, ৪৮ বছর পর ইটালিতে গ্র্যান্ড স্ল্যাম

Australian Open: পরপর ২ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন, উচ্ছ্বসিত আরিনা সাবালেঙ্কা

Rohan Bopanna: প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রোহন বোপান্না

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপে খেলতে চান, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন যশস্বী
Lionel Messi: ভারতে আসছেন মেসি! দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, 'গোট ট্যুর'-এর সম্পূর্ণ সূচি