
জুনিয়র পর্যায়ে একসময় বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন। কিন্তু জুনিয়র পর্যায়ের প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য বয়স সংক্রান্ত নথি জাল করার অভিযোগ উঠেছে লক্ষ্য সেনের বিরুদ্ধে। এম জি নাগরাজ নামে এক ব্যক্তির অভিযোগ, লক্ষ্য ও তাঁর ভাই চিরাগ সেনের জন্ম শংসাপত্র জাল করা হয়েছে। এই মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এ বিষয়ে কর্ণাটক সরকার ও অভিযোগকারী নাগরাজের জবাব তলব করেছে। লক্ষ্যর বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে, তার ভিত্তিতে আপাতত ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ১৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন স্বস্তি পাচ্ছেন লক্ষ্য। তবে জন্ম সংক্রান্ত নথি জাল করে জুনিয়র পর্যায়ের প্রতিযোগিতায় খেলার অভিযোগ প্রমাণিত হলে সাজা পেতে পারেন লক্ষ্য।
লক্ষ্যর বিরুদ্ধে এফআইআর
২০২২ সালের ১ ডিসেম্বর বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় লক্ষ্যর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নাগরাজ। তাঁর অভিযোগ, সেই সময় লক্ষ্যর কোচ কর্ণাটক ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কর্মী ছিলেন। তাঁর সাহায্য নিয়ে লক্ষ্য ও চিরাগের জন্ম শংসাপত্র জাল করেন তাঁদের বাবা-মা। লক্ষ্য ও চিরাগের বয়স প্রায় আড়াই বছর কমিয়ে দেখানো হয়। এর ফলে তাঁরা বয়সভিত্তিক টুর্নামেন্টগুলিতে খেলার সুযোগ পান এবং সরকারি সুযোগ-সুবিধাও পান। নাগরাজের এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা, ৪৬৮ ধারায় জালিয়াতি, ৪৭১ ধারায় জাল নথিকে আসল বলে দেখানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। ফলে বিপাকে পড়ে গিয়েছেন লক্ষ্য।
রেহাই পাবেন লক্ষ্য?
২০২২ সালে এফআইআর দায়ের হওয়ার পর আইনি ব্যবস্থা থেকে রেহাই পাওয়ার আবেদন জানিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন লক্ষ্য, চিরাগ, তাঁদের বাবা-মা ও কোচ। কিন্তু ১৯ ফেব্রুয়ারি কর্ণাটক হাইকোর্ট জানিয়েছে, এই অভিযোগের তদন্ত চলবে। লক্ষ্যদের রেহাই দেওয়ার আর্জি খারিজ করে দেওয়া হচ্ছে। এরপরেই লক্ষ্যরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
লক্ষ্যপূরণ হল না, প্যারিসে ইতিহাস গড়েও পদক জয় অধরাই থেকে গেল লক্ষ্য সেনের
অল ইংল্যান্ড চ্যাম্পিয়নকে হারিয়ে কানাডা ওপেন সুপার ৫০০ জয় লক্ষ্য সেনের
লক্ষ্য’র লক্ষ্যভেদ, বেলজিয়ামে বিজয় পতাকা ওড়ালেন লক্ষ্য সেন