
সপ্তম স্পোর্টস্টার এসেস অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মান পেলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শ্যুটার মনু ভাকের। একইসঙ্গে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতের পুরুষ হকি দলের প্রাক্তন গোলকিপার পি আর শ্রীজেশ। মুম্বইয়ের তাজ মহল প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানে মনু, শ্রীজেশ-সহ ভারতের বেশ কয়েকজডন ক্রীড়াবিদকে সম্মান জানানো হল। মনুকে স্পোর্টস্টার অফ দ্য ইয়ার (মহিলা) এবং স্পোর্টউইমেন অফ দ্য ইয়ার ইন অ্যান অলিম্পিক স্পোর্ট সম্মান জানানো হয়েছে। শ্রীজেশকে স্পোর্টস্টার অফ দ্য ইয়ার (পুরুষ) সম্মান জানানো হয়েছে। অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুকে ইনস্পিরেশন আইকন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। হকির কিংবদন্তি গুরবক্স সিং এবং মেরি ডি'সুজা সিকুইরাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন যশপাল রানা। প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী স্বপ্নিল কুশালে, সরবজ্যোত সিংকেও বিশেষ সম্মান জানানো হয়েছে।
বিশেষ সম্মান পেয়ে খুশি মনু
এই সম্মান পাওয়ার পর মনু বলেছেন, ‘আমি এই সম্মান পেয়ে অত্যন্ত খুশি। আমার বাবা, কোচ, সাপোর্ট স্টাফদের জন্যই সাফল্য পেয়েছি। এর আগে স্পোর্টস্টার এসেস অ্যাওয়ার্ডসে আমি ইমার্জিং অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছি। এবার এই সম্মানজনক পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। আমি ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করার চেষ্টা করব এবং আরও পদক জেতার চেষ্টা করব।’
অবসরের পর সম্মানিত শ্রীজেশ
জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শ্রীজেশ। পরপর দু'বার অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পর প্রতিযোগিতামূলক হকি থেকে অবসর নিয়েছেন এই গোলকিপার। তিনি এখন কোচ হিসেবে কাজ করছেন। অবসরের পর এই সম্মান পেয়ে আল্পুত শ্রীজেশ বলেছেন, ‘এই সম্মান জানানোর জন্য ধন্যবাদ। আমার বিশ্বাস করতে সমস্যা হচ্ছে যে এই সম্মানের জন্য আমাকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু এই সম্মান বিরাট স্বীকৃতি। আশা করি আমার এই সম্মান পাওয়া তরুণদের অনুপ্রাণিত করবে। কারণ, আমি যখন ছোট ছিলাম, তখন স্বপ্ন ছিল, এরকম সম্মানজনক পত্রিকার প্রচ্ছদে আমারও ছবি ছাপা হবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
নতুন বছরের শুরুতেই পরিবারে নেমে এল চরম বিপর্যয়, শোকাহত শ্যুটার মনু ভাকের
মনু ভাকেরদের কোচ হতে আগ্রহী, আবেদন অলিম্পিক্সে সোনাজয়ী প্রাক্তন শ্যুটারের
PR Sreejesh: হকি কিট কেনার জন্য গরু বিক্রি করেছিলেন বাবা, অবসর ঘোষণার মুহূর্তে আবেগপ্রবণ শ্রীজেশ