গোটা ২০২৪ সালটিই বেশ দারুণ কেটেছে। অন্তত ক্রীড়াক্ষেত্রে তো একাধিক মুহূর্ত তৈরি হয়েছে।
টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে খেতাব জিতে নেয় ভারতীয় ক্রিকেট দল।
বিস্তারিত পড়ুনঃ T-20 World Cup: 'বিরাট' জাদুতে 'অক্ষর' রচনা ভারতের, ফাইনালে দুরন্ত লড়াই টিম ইন্ডিয়ার
২০২৪ সালের অন্যতম একটি মেগা স্পোর্টিং ইভেন্ট ছিল ইউরো কাপ। ইউরোপের এই সেরা ফুটবল প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হয় স্পেন।
বিস্তারিত পড়ুনঃ
Euro Cup: রুদ্ধশ্বাস ম্যাচে জার্মানিকে যোগ্য 'জবাব' স্পেনের, ২-১ গোলে জয় নিকো উইলিয়ামসদের
যেখানে সবথেকে ভালো পারফর্ম করে মার্কিন যুক্তরাষ্ট্র।
দেশের নাম উজ্জ্বল করেছেন অনেকেই।
এছাড়াও নীরজ চোপড়া, সরবজ্যোৎ সিং, স্বপ্নিল কুশালে এবং আমন শেরাওয়াত দেশের হয়ে পদক জেতেন।
Olympics 2024: পদক জয়ের একধাপ আগে দাঁড়িয়ে তিনি, ফাইনালে ভারতীয় শ্যুটার মনু ভাকের
নোভাক ডকোভিচকে পরাজিত করে খেতাব জেতেন তিনি।
স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। কার্যত, বিপক্ষদের ঘুম উড়িয়ে দিলেন।
ক্লাব ফুটবলেও বিধ্বংসী ইয়ামাল, মাত্র ১৭ বছরের জাদুতে লা লিগার শীর্ষে বার্সেলোনা
তা হল রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি-২০ ক্রিকেট থেকে অবসর।
Virat Kohli: ভারতকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা বিরাট কোহলির
কোটি কোটি টাকার বিনিময়ে দল পেলেন একাধিক ক্রিকেটার।
বিস্তারিত পড়ুনঃ IPL: আইপিএল-এর মেগা নিলাম যেন একেবারে তারকায় ভরপুর, কে কে আছে জানেন?
দীর্ঘদিন বিসিসিআই-এর দায়িত্ব সামলে জয় শাহ আইসিসি-র চেয়ারম্যান পদে বসলেন।
আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জয় শাহ, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটবে?
২০২৪ সালের অলিম্পিক্স ফুটবলেও সোনা জেতে স্পেন।