'টেনিস ছেড়ো না,' শেষ লড়াইয়ে জয় পাওয়ার পর নাদালকে বার্তা জকোভিচের

গত দুই দশকে আন্তর্জাতিক টেনিসের তিন নক্ষত্র রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। ফেডেরার ইতিমধ্যেই অবসর নিয়েছেন। এবার নাদালও অবসর নিতে চলেছেন। তবে জকোভিচ এখনই অবসরের কথা ভাবছেন না।

Soumya Gangully | Published : Oct 20, 2024 6:00 AM IST
19
দীর্ঘদিনের প্রতিপক্ষ রাফায়েল নাদাল যাতে এখনই অবসর না নেন, সেই অনুরোধ করলেন নোভাক জকোভিচ

পেশাদার কেরিয়ারের অন্যতম কঠিন প্রতিপক্ষ রাফায়েল নাদালকে অবসরের পরিকল্পনা বাতিল করার অনুরোধ জানালেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচ।

29
রাফায়েল নাদালের বিরুদ্ধে শেষ লড়াইয়ে জয় পাওয়ার পর টেনিস না ছাড়ার অনুরোধ নোভাক জকোভিচের

সৌদি আরবে সিক্স কিংস স্ল্যামে রাফায়েল নাদালকে স্টেট সেটে হারানোর পর নোভাক জকোভিচ বলেছেন, ‘টেনিস ছেড়ো না।’

39
টেনিস কোর্টে রাফায়েল নাদালের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হলেও, মাঠের বাইরে বন্ধু নোভাক জকোভিচ

রাফায়েল নাদালের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে নোভাক জকোভিচ বলেছেন, ‘আমাদের কঠিন লড়াই হয়েছে। আমি ওকে বলেছি, কোনও একদিন আমরা কোনও এক জায়গায় বেঞ্চে পানীয় হাতে বসে আমাদের লড়াই নিয়ে আলোচনা করব।’

49
৩৮ বছর বয়সে পেশাদার টেনিস থেকে অবসর নিতে চলেছেন বলে জানিয়েছেন রাফায়েল নাদাল

রাফায়েল নাদালের বয়স ৩৮ বছর। আগামী মাসে মালাগায় ডেভিস কাপের ম্যাচ খেলার পর পেশাদার টেনিস থেকে অবসর নিতে চলেছেন এই তারকা।

59
ডেভিস কাপ টাইয়ে হয়তো সিঙ্গলসের বদলে শুধু ডাবলসে খেলবেন রাফায়েল নাদাল

রাফায়েল নাদাল জানিয়েছেন, তিনি ডেভিস কাপে সিঙ্গলসে খেলবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন। শুধু ডাবলসেই খেলতে পারেন।

69
দীর্ঘ ও সফল পেশাদার কেরিয়ারে কি সৌদি আরবেই শেষবার সিঙ্গলসে খেললেন রাফায়েল নাদাল?

সৌদি আরবে রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ লড়াইয়ের আয়োজকরা দাবি করেছেন, এখানেই শেষবার সিঙ্গলস ম্যাচ খেললেন নাদাল।

79
পেশাদার কেরিয়ারে রাফায়েল নাদালের বিরুদ্ধে লড়াইয়ে সামান্য এগিয়ে নোভাক জকোভিচ

রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ প্রতিযোগিতামূলক ম্যাচে ৬০ বার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ৩১ ম্যাচ জয় পেয়েছেন জকোভিচ। ২৯ ম্যাচে জয় পেয়েছেন নাদাল।

89
প্যারিস অলিম্পিক্সে রোলা গাঁরোয় নোভাক জকোভিচের কাছে হেরে যান রাফায়েল নাদাল

প্রতিযোগিতামূলক ম্যাচে শেষবার রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচের লড়াই হয়েছিল প্যারিস অলিম্পিক্সে। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদাল প্রিয় রোলা গাঁরোয় জকোভিচের কাছে ১-৬, ৪-৬ হেরে যান।

99
গত কয়েক বছর ধরে চোটে ভুগেছেন রাফায়েল নাদাল, এই কারণেই তিনি অবসর নিলেন

চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে টেনিস কোর্টে ফিরতে চেয়েছিলেন রাফায়েল নাদাল। কিন্তু তাঁর পক্ষে ফিট হয়ে ওঠা সম্ভব হয়নি। এই কারণেই অবসর ঘোষণা করলেন নাদাল।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos