ফিরে দেখা ২০২৪ খেলা: অলিম্পিক্সে মনু ভাকেরের জোড়া পদক, দীপা কর্মকারের অবসর, বিদায়ী বছরে আর কী হল?
২০২৪ সালে ক্রীড়া দুনিয়ায় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল প্যারিস অলিম্পিক্স। এবারের অলিম্পিক্সেই সবচেয়ে বড় দল পাঠিয়েছিল ভারত। তবে যে সাফল্যের লক্ষ্যে ছিল ভারত, সেই সাফল্য আসেনি।
প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক, ইতিহাস মনু ভাকেরের
ভারতের প্রথম শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস গড়েন মনু ভাকের। ব্যক্তিগত ইভেন্টে পদক জেতার পর সরবজ্যোত সিংয়ের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু। তিনিই প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন।
প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিম। তাঁকে টেক্কা দিতে না পেরে রুপো পেলেন নীরজ চোপড়া।
টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে নজির ভারতের পুরুষ হকি দলের
একসময় অলিম্পিক্সে পুরুষদের হকিতে ভারতের একচ্ছত্র আধিপত্য ছিল। এখন সেই দাপট না থাকলেও, টোকিও অলিম্পিক্সের পর প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ জিতলেন পি আর শ্রীজেশরা।
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গিয়ে পদক নিশ্চিত করেন ভিনেশ ফোগট। কিন্তু ফাইনালের আগে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল হয়ে যান এই কুস্তিগীর।
প্রতিযোগিতামূলক জিমন্যাস্টিক্স থেকে অবসর নিলেন দীপা কর্মকার, এবার কোচিংয়ে
২০২৪ সালের অক্টোবরে অবসর ঘোষণা করে দিলেন ভারতের সফলতম মহিলা জিমন্যাস্ট দীপা কর্মকার। এখন তিনি কোচিং করাচ্ছেন।