ফিরে দেখা ২০২৪ খেলা: অলিম্পিক্সে মনু ভাকেরের জোড়া পদক, দীপা কর্মকারের অবসর, বিদায়ী বছরে আর কী হল?

২০২৪ সালে ক্রীড়া দুনিয়ায় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল প্যারিস অলিম্পিক্স। এবারের অলিম্পিক্সেই সবচেয়ে বড় দল পাঠিয়েছিল ভারত। তবে যে সাফল্যের লক্ষ্যে ছিল ভারত, সেই সাফল্য আসেনি।

Soumya Gangully | Published : Dec 6, 2024 7:17 PM
110
প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক, ইতিহাস মনু ভাকেরের

ভারতের প্রথম শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস গড়েন মনু ভাকের। ব্যক্তিগত ইভেন্টে পদক জেতার পর সরবজ্যোত সিংয়ের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু। তিনিই প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন।

210
টোকিও অলিম্পিক্সে সোনা জেতার পর প্যারিস অলিম্পিক্সে রুপো পেলেন নীরজ চোপড়া

প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিম। তাঁকে টেক্কা দিতে না পেরে রুপো পেলেন নীরজ চোপড়া।

310
টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে নজির ভারতের পুরুষ হকি দলের

একসময় অলিম্পিক্সে পুরুষদের হকিতে ভারতের একচ্ছত্র আধিপত্য ছিল। এখন সেই দাপট না থাকলেও, টোকিও অলিম্পিক্সের পর প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ জিতলেন পি আর শ্রীজেশরা।

410
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তিতে নিশ্চিত পদক হারালেন ভিনেশ ফোগট

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গিয়ে পদক নিশ্চিত করেন ভিনেশ ফোগট। কিন্তু ফাইনালের আগে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল হয়ে যান এই কুস্তিগীর।

510
প্রতিযোগিতামূলক জিমন্যাস্টিক্স থেকে অবসর নিলেন দীপা কর্মকার, এবার কোচিংয়ে

২০২৪ সালের অক্টোবরে অবসর ঘোষণা করে দিলেন ভারতের সফলতম মহিলা জিমন্যাস্ট দীপা কর্মকার। এখন তিনি কোচিং করাচ্ছেন।

610
সদ্য সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতেছেন, এবার বিয়ে করছেন পি ভি সিন্ধু

২০২৪ সালের শেষদিকে অনুরাগীদের সুখবর দিলেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। তিনি বিয়ে করছেন।

710
ভারতের কনিষ্ঠতম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে পদক জয় কুস্তিগীর আমন সেহরাওয়াতের

প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে পদক জিতেছেন আমন সেহরওয়াত। তিনি ভারতের কনিষ্ঠতম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস গড়লেন।

810
প্যারিস অলিম্পিক্সে পদকের আশা জাগিয়েও অল্পের জন্য ব্যর্থ হলেন লক্ষ্য সেন

প্যারিস অলিম্পিক্সে চতুর্থ হলেন ভারতের অন্যতম সেরা পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন। তিনি দুর্দান্ত লড়াই করেও অল্পের জন্য পদক পেলেন না।

910
প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ১ রুপো, ৫ ব্রোঞ্জ জিতলেন ভারতের অ্যাথলিটরা

প্যারিস অলিম্পিক্সে ভারতের কোনও অ্যাথলিট সোনা জিততে না পারলেও, ১ রুপো, ৫ ব্রোঞ্জ জিতলেন। কোনও অলিম্পিক্সে এটাই ভারতীয়দের সবচেয়ে বেশি পদক জয়।

1010
চিনকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি জয় ভারতের পুরুষ, মহিলা দলের

ফাইনালে চিনকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি জিতল ভারতের পুরুষ ও মহিলা দল।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos