শেষ খেলেছিলেন ইডেনে, ২৮ বছরেই মৃত্যু হিমাচলের পেসার সিদ্ধার্থ শর্মার, একনজরে সেরা ১০

নিউজিল্যান্ড ও অস্ট্রেেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে দিল ভারত।

রঞ্জি ট্রফিতে যখন সতীর্থরা লড়াই করছেন, ঠিক তখন হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হিমাচল প্রদেশের পেসার সিদ্ধার্থ শর্মা। বরোদার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। ২৮ বছর বয়সি সিদ্ধার্থ গত ২ সপ্তাহ ধরে ভেন্টিলেটরে ছিলেন। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বরোদা থেকে এই ক্রিকেটারের দেহ আকাশপথে চণ্ডীগড়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উনায় নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পর সিদ্ধার্থর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচই সিদ্ধার্থর জীবনের শেষ ম্যাচ হয়ে থাকল। সেই ম্যাচে তিনি বেশ ভালো পারফরম্যান্স দেখান। এরপর দলের সঙ্গে বরোদায় যান সিদ্ধার্থ। সেখানেই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হল। এই ক্রিকেটারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের নিবনির্বাচিত মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং। শোকপ্রকাশ করেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমলও।

হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে দিল ভারত। রাউরকেল্লার বীরসা মুন্ডা স্টেডিয়ামে এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অমিত রোহিদাস ও হার্দিক সিং। ভারত গোলের আরও সুযোগ পেয়েছিল কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

Latest Videos

বিস্তারিত দেখুন-

সোশ্যাল মিডিয়া পোস্টে টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করলেন সানিয়া মির্জা। এই টেনিস-সুন্দরী জানিয়েছেন, ৬ বছর বয়স থেকে তিনি টেনিস খেলা শুরু করেন। ৩০ বছর পর তাঁর সেই খেলা থামছে। এবার ছেলেকে সময় দেবেন বলে জানিয়েছেন সানিয়া।

বিস্তারিত দেখুন-

এবার 'ফিফা দ্য বেস্ট' পুরস্কার পাওয়ার দৌড়ে নেই পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই তালিকায় আছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমার, করিম বেঞ্জেমা, লুকা মডরিচের। গত বছর ব্যালন ডি'অর জেতেন বেঞ্জেমা। তবে এবার ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে এগিয়ে মেসি ও এমবাপে।

বিস্তারিত দেখুন-

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়র-সমৃদ্ধ প্যারিস সাঁ জা-র বিরুদ্ধেই সৌদি আরবে প্রথম ম্যাচ খেলতে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৯ জানুয়ারি সৌদি অল-স্টারস ইলেভেনের হয়ে খেলবেন রোনাল্ডো। মেসি-রোনাল্ডোর লড়াই ঘিরে তেতে উঠছে ফুটবল বিশ্ব।

বিস্তারিত দেখুন-

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। এই দলে নেই পেসার জসপ্রীত বুমরা। তিনি এখনও সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেননি বলে জানা গিয়েছে। টেস্ট দলে সুযোগ পেয়েছেন ঈশান কিষান ও সূর্যকুমার যাদব।

বিস্তারিত দেখুন-

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব। এবারও টি-২০ সিরিজে ভারতীয় দলে জায়গা পেলেন না রোহিত শর্মা, বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে খেলছেন না কে এল রাহুল, অক্ষর প্যাটেল।

বিস্তারিত দেখুন-

এসএ২০ লিগে নিজের অভিষেক ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডনোভান ফেরেইরা। এই অলরাউন্ডার এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন ফেরেইরা। ৫০ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

বিস্তারিত দেখুন-

রঞ্জি ট্রফিতে নিজেদের পঞ্চম ম্যাচে বরোদাকে ৭ উইকেটে হারিয়ে দিল বাংলা। কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে রঞ্জি ট্রফির ম্যাচে বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসে পিছিয়ে থাকলেও শেষপর্যন্ত জয় ছিনিয়ে নিল বাংলা।

বিস্তারিত দেখুন-

অস্ট্রেলিয়া-আফগানিস্তান সিরিজ বাতিল হওয়া নিয়ে ক্রিকেট দুনিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনীতির কিছু নেই। মানবাধিকার লঙ্ঘনের কারণেই তালিবান-শাসিত আফগানিস্তানের সঙ্গে সিরিজ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত দেখুন-

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla