সংক্ষিপ্ত
ভুবনেশ্বর ও রাউরকেল্লায় চলছে হকি বিশ্বকাপ। প্রথম ম্যাচ জিতে ভালোভাবে এই প্রতিযোগিতা শুরু করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন হবরমনপ্রীত সিংরা।
রবিবার হকি বিশ্বকাপে পুল ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে সরাসরি জায়গা করে নেওয়ার ক্ষেত্রে ভারত-ইংল্যান্ড ম্যাচের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২ দলই প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে। স্পেনকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ভারত। অন্য ম্যাচে ওয়েলশকে ৫-০ উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ফলে রবিবার রাউরকেল্লার বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে হরমনপ্রীত সিং, হার্দিক সিংয়ের লড়াই মোটেই সহজ হবে না। পেনাল্টি কর্নার থেকে গোল করার ক্ষেত্রে আরও তৎপর হতে হবে অমিত রোহিদাস, অভিষেকদের। স্পেনের বিরুদ্ধে একাধিক সহজ সুযোগ নষ্ট হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ভুল করলে চলবে না। স্পেনের বিরুদ্ধে ভারতের রক্ষণ জমাট ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধেও একই পারফরম্যান্স দেখাতে হবে ভারতের ডিফেন্ডারদের। ইংল্যান্ডকে কোনওভাবেই গোল করতে দেওয়া চলবে না। এই ম্যাচ জিতলে গ্রুপের শীর্ষে চলে যাবে ভারত। সেই লক্ষ্যেই মাঠে নামবেন হরমনপ্রীতরা।
হকিতে ভারত-ইংল্যান্ড এখনও পর্যন্ত শেষবার মুখোমুখি হয়েছিল গত বছর কমনওয়েলথ গেমসে। সেই ম্যাচ শেষ হয়েছিল ৪-৪ গোলে। ফলে রবিবারও উত্তেজক ম্যাচ দেখার সুযোগ পেতে পারেন দর্শকরা। বীরসা মুন্ডা স্টেডিয়ামে ২০ হাজার দর্শকের উপস্থিতি ভারতীয় দলের বড় ভরসা। ভারতের অধিনায়ক হরমনপ্রীত ও স্পেনের বিরুদ্ধে প্রথম গোল করা অমিত জানিয়েছেন, দর্শকরা তাঁদের ভালো পারফরম্যান্স দেখানোর ব্যাপারে উৎসাহিত করছেন। রবিবারও ভারতীয় দলের বড় ভরসা হয়ে উঠতে পারে শব্দব্রহ্ম।
ইংল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে যে ভুল করেছিল ভারতীয় দল, রবিবার সেই ভুল করলে চলবে না। গত বছরের জুলাইয়ে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের সেই ম্যাচে ৩-০ এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু এরপরেই ছন্দ হারায় ভারতীয় দল। একাধিক খেলোয়াড় হলুদ কার্ড দেখায় দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময়ই ১০ জনে খেলতে হয় ভারতকে। ফলে পরপর গোল খেয়ে যান পি আর শ্রীজেশরা। শেষপর্যন্ত ড্র হয় ম্যাচ। ইংল্যান্ডের আক্রমণাত্মক হকির পাল্টা আক্রমণাত্মক খেলতে হবে ভারতকে।
স্পেনের বিরুদ্ধে বেশ ভালো পারফরম্যান্স দেখান মনপ্রীত সিং, হার্দিক সিং, আকাশদীপ সিংরা। তাঁরা বিপক্ষের রক্ষণে বারবার হানা দিচ্ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধেও একইরকম পারফরম্যান্স দেখাতে হবে ভারতের মিডফিল্ডার ও স্ট্রাইকারদের। গোলকিপার কৃষণ পাঠক একাধিক সেভ করেছেন। অভিষেক হলুদ কার্ড দেখায় শেষ ১০ মিনিট ১০ জনে খেলতে হয় ভারতকে। তারপরেও সহজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন-
হকি বিশ্বকাপে শুভ সূচনা, প্রথম ম্যাচে স্পেনকে ২-০ উড়িয়ে দিল ভারত
হকি বিশ্বকাপে জনসমর্থন দলকে সাহায্য করবে, আশাবাদী ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং
৬ বছর বয়স থেকে টেনিস খেলা শুরু, এবার যাত্রা থামছে, ঘোষণা সানিয়া মির্জার