৪ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালে, ফের পদকের আশায় সিন্ধু

Published : Aug 27, 2025, 11:16 PM IST
pv sindhu

সংক্ষিপ্ত

PV Sindhu: বিশ্ব চ্যাম্পিয়নশিপে (BWF World Championships 2025) ভারতের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে সফল পি ভি সিন্ধু। তিনি এবার ফের পদকের আশা জাগিয়ে তুলেছেন। নতুন করে সাফল্য পাওয়ার লক্ষ্যে সিন্ধু।

DID YOU KNOW ?
বিয়ের পরেও সাফল্যই লক্ষ্য
বিয়ে করেছেন পি ভি সিন্ধু। তবে এরপরেও তিনি ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে লড়াই করছেন।

BWF World Championships 2025: ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে এগিয়ে চলেছেন ভারতের সফলতম মহিলা শাটলার পি ভি সিন্ধু (PV Sindhu)। তিনি চলতি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় পৌঁছে গেলেন। বুধবার প্যারিসে (Paris) মালয়েশিয়ার (Malaysia) কারুপথেভন লেটশানাকে (Karupathevan Letshanaa) হারিয়ে দিলেন সিন্ধু। স্ট্রেট গেমে জয় পান এই ভারতীয় শাটলার। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৯, ২১-১৫। প্রথম গেমে অবশ্য সিন্ধুকে লড়াই করে জয় পেতে হয়। তিনি পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নেন। এই গেম জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন লেটশানা। তিনি ১৮-১২ এগিয়ে গিয়েছিলেন। সেই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ান সিন্ধু। তিনি সেরা পারফরম্যান্সের ঝলক দেখান। পরপর ৯ পয়েন্ট নিয়ে গেম দখল করেন সিন্ধু। এরপর তাঁকে আর থামাতে পারেননি লেটশানা। দ্বিতীয় গেম ও ম্যাচ জিততে সিন্ধুকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে অসাধারণ ফল সিন্ধুর

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা শাটলারদের মধ্যে সফলতম সিন্ধু। তিনি একবার সোনা এবং দু'বার করে রুপো ও ব্রোঞ্জ জিতেছেন। গত কয়েক বছরে অবশ্য চোটের জন্য অনেক পিছিয়ে পড়েছেন এই শাটলার। তিনি প্যারিস অলিম্পিক্সেও (Paris Olympics 2024) সাফল্য পাননি। বিয়ের পর প্রথম বড় সাফল্যের লক্ষ্যে সিন্ধু। তিনি এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের শুরুতে ছন্দে ছিলেন না। তবে প্রথম রাউন্ডে বুলগেরিয়ার কালোইয়ানা নলবানটোভাকে ২৩-২১, ২১-৬ ফলে হারিয়ে দেন এই ভারতীয় শাটলার। এরপর বুধবার দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে মালয়েশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে দিলেন সিন্ধু। তিনি এই ছন্দ ধরে রেখে পদকের লক্ষ্যে এগিয়ে যেতে চাইছেন।

ডাবলসে পদকের লক্ষ্যে সাত্বিক-চিরাগ

বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসের শেষ ষোলোয় পৌঁছে গেলেন সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)। তাঁরা তাইওয়ানের লিউ কুয়াং হেং (Liu Kuang Heng) ও ইয়াং পো হানকে (Yang Po Han) হারিয়ে দেন। ভারতীয় জুটির পক্ষে ম্যাচের ফল ২২-২০, ২১-১৩। প্রথম গেমে লড়াই করে জয় পেতে হয় সাত্বিক-চিরাগকে। তবে দ্বিতীয় গেমে তাঁদের খুব বেশি কষ্ট করতে হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪ বার পদক জিতেছেন পি ভি সিন্ধু
ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২ বার সোনা, ২ বার করে রুপো ও ব্রোঞ্জ জিতেছেন পি ভি সিন্ধু।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার