লক্ষ্মীর ঘট-বেসিনের কলও ছাড়ল না! সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি

Published : Aug 15, 2025, 10:57 PM ISTUpdated : Aug 15, 2025, 11:19 PM IST
Theft

সংক্ষিপ্ত

Swimmer Bula Choudhury: একমাত্র ভারতীয় মহিলা সাঁতারু হিসেবে দু'বার ইংলিশ চ্যানেল পেরোতে সক্ষম হয়েছেন বুলা চৌধুরী। শুধু বাংলা নয়, সারা দেশের গর্ব এই সাঁতারু। কিন্তু তাঁর বাড়িতেই চুরি হয়ে গেল।

DID YOU KNOW ?
বুলা চৌধুরীর বাড়িতে চুরি
সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে বারবার চুরির ঘটনায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

West Bengal News: কয়েক বছরের ব্যবধানে সাঁতারু বুলা চৌধুরীর (Bula Choudhury) বাড়িতে ফের চুরি হল। এর আগের চুরির কিনারা করতে পারেনি পুলিশ। এবারের চুরি আরও মারাত্মক। সাঁতারে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পাওয়া বেশ কিছু মূল্যবান পদক, স্মারক, কাপ, শিল্ড খোয়ালেন বুলা। পদ্মশ্রী পুরস্কারের পদক, রাষ্ট্রপতি পুরস্কার, বেশ কিছু সোনা-রুপো-ব্রোঞ্জের পদক, বিদেশ থেকে পাওয়া পুরস্কার চুরি হয়ে গিয়েছে। বিভিন্ন পুরস্কারের পাশাপাশি ঘরে থাকা যাবতীয় মূল্যবান জিনিসপত্র নিয়ে গিয়েছে এক বা একাধিক চোর। এমনকী, বেসিনের কলও ভেঙে নিয়ে গিয়েছে চোর। লক্ষ্মীর ঘটও চুরি গিয়েছে। এরকম চুরির ঘটনা খুব বেশি দেখা যায় না। সাধারণত দামী জিনিসই চুরি হয়। কিন্তু এই সাঁতারুর বাড়িতে ঢুকে হাতের সামনে যা পেয়েছে চুরি করে নিয়ে গিয়েছে চোর।

ফাঁকা বাড়িতে চুরি

হুগলির হিন্দমোটরের দেবাইপুকুর অঞ্চলে বুলার বাড়ি। তাঁর বাড়ির নাম 'সুন্দর বাড়ি'। কলকাতায় থাকেন বুলা। ফলে এই বাড়ি বছরের বেশিরভাগ সময়ই ফাঁকা পড়ে থাকে। মাঝে- মধ্যে হিন্দমোটরের বাড়িতে আসেন এই সাঁতারু। হিন্দমোটরে তাঁর দাদা-বৌদি এবং ছোট ভাই থাকেন। তাঁরা জানিয়েছেন, আগেও তিনবার চুরি হয়েছে এই বাড়িতে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ পিকেটের ব্যবস্থাও করা হয়েছিল। কিছুদিন পুলিশ পাহারা দিয়েছিল। তারপর ফাঁকাই ছিল বাড়ি। বৃহস্পতিবার রাতে পিছনের দরজা ভেঙে ঢোকে চোর। তারপর সব নিয়ে পালায়।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন

এর আগে যখন বুলার বাড়িতে চুরি হয়েছিল, তখনও অনেক মূল্যবান সামগ্রী খোয়া গিয়েছিল। তারপর পুলিশের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন এই সাঁতারু। কিন্তু তাতে কোনও লাভ হল না। এবার সিসিটিভি ক্যামেরা আড়াল করে চুরি করেছে চোর। এর অর্থ সবদিক খতিয়ে দেখেই চুরি করেছে চোর। পুলিশ যদি এবারও এই চুরির কিনারা করতে না পারে, তাহলে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবেই। ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২ বার ইংলিশ চ্যানেল পেরিয়েছেন সাঁতারু বুলা চৌধুরী
বাংলার অন্যতম সেরা দূরপাল্লার সাঁতারু বুলা চৌধুরী। তিনি সাঁতারে অনেক কৃতিত্বের পরিচয় দিয়েছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

East Bengal: মাত্র চার মাসের মধ্যেই হিরোশির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল লাল হলুদ, আইএসএল-এর আগেই বড় ঘোষণা
Vijay Hazare Trophy 2026: শক্তিশালী কর্ণাটককে হারিয়ে বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ