কমনওয়েলথ গেমস ২০৩০: বুধবার সরকারিভাবে আয়োজনের দায়িত্ব পাচ্ছে আমেদাবাদ

Published : Nov 25, 2025, 01:44 PM ISTUpdated : Nov 25, 2025, 03:36 PM IST
Commonwealth Games

সংক্ষিপ্ত

2030 Commonwealth Games: ২০১০ সালে নয়াদিল্লিতে (New Delhi) কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছিল। ২০ বছর পর আমেদাবাদে (Ahmedabad) হতে চলেছে কমনওয়েলথ গেমস। এই গেমস ঘিরে প্রশাসনিক ও ক্রীড়া মহলে তৎপরতা দেখা যাচ্ছে।

Ahmedabad Commonwealth Games 2030: ২০৩০ সালে আমেদাবাদে যে কমনওয়েলথ গেমস আয়োজন করা হবে, তা বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল। তবে এখনও সরকারিভাবে সে বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। বুধবার সেই ঘোষণা হতে চলেছে। গ্লাসগোয় (Glasgow) কমনওয়েলথ স্পোর্টসের (Commonwealth Sport) সাধারণ সভায় সরকারিভাবে ২০৩০ সালে আমেদাবাদকে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব দেওয়ার কথা জানানো হবে। ২০১০ সালে প্রথমবার ভারতের মাটিতে কমনওয়েলথ গেমস (2010 Commonwealth Games) আয়োজন করা হয়েছিল। তারপর ভারতে এই ধরনের বড়মাপের প্রতিযোগিতা আয়োজন করা হয়নি। ২০৩৬ সালে প্রথমবার অলিম্পিক্স (Olympics) আয়োজনের দায়িত্ব পাওয়ার লক্ষ্যে। তার আগে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেলে অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পাওয়ার দিকে এগিয়ে যেতে পারে ভারত।

ভারতের ক্রীড়া পরিকাঠামোর উন্নতিতে জোর

কেন্দ্রীয় সরকার গত কয়েক বছরে দেশে ক্রীড়া পরিকাঠামোর উন্নতির উপর জোর দিচ্ছে। কমনওয়েলথ গেমস ও অলিম্পিক্স আয়োজনের লক্ষ্যে আমেদাবাদে নতুন করে ক্রীড়া পরিকাঠামো তৈরি করা হচ্ছে। ২০১০ সালে কমনওয়েলথ গেমসের আগে দিল্লিতে সামগ্রিক পরিকাঠামোর উন্নতি করা হয়েছিল। এবার আমেদাবাদেও একইভাবে পরিকাঠামোর উন্নতির ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন দেশের অ্যাথলিটদের ভালোভাবে থাকার ব্যবস্থা, দর্শকদের জন্য উপযুক্ত ব্যবস্থা, ব্যবস্থাপনার জন্য উপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে। ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পাওয়ার দৌড়ে আমেদাবাদের সঙ্গে ছিল নাইজেরিয়ার (Nigeria) আবুজা (Abuja)। তবে এই শহরকে টেক্কা দিল আমেদাবাদ।

আমেদাবাদে পরপর বড় ক্রীড়া প্রতিযোগিতা

সম্প্রতি আমেদাবাদ কমনওয়েলথ ভারত্তোলন চ্যাম্পিয়নশিপস (Commonwealth Weightlifting Championships) আয়োজনের দায়িত্ব পেয়েছে। এছাড়া এশিয়ান অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপস (Asian Aquatics Championships) ও এফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ যোগ্যতা অর্জনের দায়িত্বও পেয়েছে আমেদাবাদ। এই শহরে আগামী দিনে আরও বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর বসতে চলেছে। আগামী বছর এশিয়ান ভারত্তোলন চ্যাম্পিয়নশিপ (Asian Weightlifting Championship) ও এশিয়া প্যারা-আর্চারি কাপ (Asia Para-Archery Cup) হতে চলেছে। ২০২৯ সালে ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস (World Police and Fire Games) হবে আমেদাবাদ, গান্ধীনগর (Gandhinagar) ও একতা নগরে (Ekta Nagar) হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০৩০
২০৩০ সালে কমনওয়েলথ গেমস হতে চলেছে ভারতে
২০১০ সালের পর ফের ২০২৩ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেতে চলেছে ভারত। আমেদাবাদে হবে এই গেমস।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড