2030 Commonwealth Games: ২০১০ সালে নয়াদিল্লিতে (New Delhi) কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছিল। ঠিক ২০ বছর পর ২০৩০ সালে ভারতে দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করা হতে পারে। এই গেমস আয়োজনের দাবি জানাতে চলেছে ভারত।

DID YOU
KNOW
?
কমনওয়েলথ গেমস ২০৩০
সরকারিভাবে ২০৩০ সালে আমেদাবাদে কমনওয়েলথ গেমস আয়োজনের দাবি জানাতে চলেছে ভারত।

2030 Commonwealth Games Ahmedabad: ২০৩০ সালে আমেদাবাদে কমনওয়েলথ গেমস আয়োজনের দাবি জানাতে চলেছে ভারত। বুধবার এ বিষয়ে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet)। এদিন আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কমনওয়েলথ গেমস আয়োজনের বিষয়ে গুজরাট সরকারের (Gujarat Government) সঙ্গে চুক্তি করা হবে। কমনওয়েলথ গেমস আয়োজন করার জন্য গুজরাট সরকারকে অনুদানও দেওয়া হবে। তবে তার জন্য সবার আগে আমেদাবাদকে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেতে হবে। ২০৩৬ সালে অলিম্পিক্স (2036 Summer Olympics) আয়োজনের দাবিও জানাতে চায় আমেদাবাদ। এই শহরে বিশ্বমানের পরিকাঠামো, অনুশীলনের কেন্দ্র, ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে গুজরাট সরকারের পাশাপাশি বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে ভবিষ্যতে আমেদাবাদে বড়মাপের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হতে পারে।

আমেদাবাদে ক্রীড়া পরিকাঠামোর উন্নতি

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium) দর্শক সংখ্যার বিচার বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। এই স্টেডিয়ামে আইপিএল ফাইনাল (IPL Final), ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনাল (2023 ICC Men's Cricket World Cup) আয়োজন করা হয়েছে। আমেদাবাদে যদি সত্যিই ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়, তাহলে ৭২ দেশের ক্রীড়াবিদরা আসবেন। ফলে গুজরাটে কর্মসংস্থান হবে, পর্যটনের উন্নতি হবে, ক্রীড়া-সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হবে। এই বিষয়গুলির উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

কমনওয়েলথ গেমসে ফিরবে ক্রিকেট?

আর্থিক কারণে ২০২৬ সালের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2026) থেকে বাদ পড়েছে হকি (Hockey), ক্রিকেট (Cricket), ব্যাডমিন্টন (Badminton), কুস্তি (Wrestling), টেবল টেনিস (Table Tennis), ডাইভিং (Diving), রাগবি সেভেনস (Rugby Sevens), বিচ ভলিবল (Beach Volleyball), মাউন্টেন বাইকিং (Mountain Biking), স্কোয়াশ (Squash) ও রিদমিক জিমন্যাস্টিক্স (Rhythmic Gymnastics)। আমেদাবাদে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করা হলে এই খেলাগুলি ফিরিয়ে আনা হবে। ফলে ভারতের পদক জয়ের আশা বাড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।