Neeraj Chopra: নীরজ চোপড়ার লক্ষ্যপূরণ, দোহা ডায়মন্ড লিগে পেরিয়ে গেলেন ৯০ মিটারের গণ্ডি

Published : May 17, 2025, 12:17 AM ISTUpdated : May 17, 2025, 12:25 AM IST
Neeraj Chopra: নীরজ চোপড়ার লক্ষ্যপূরণ, দোহা ডায়মন্ড লিগে পেরিয়ে গেলেন ৯০ মিটারের গণ্ডি

সংক্ষিপ্ত

Neeraj Chopra Record: পেশাদার কেরিয়ারের শুরু থেকেই ৯০ মিটারের থ্রো করার লক্ষ্যে ছিলেন ভারতের সফলতম জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। শুক্রবার দোহা ডায়মন্ড লিগে এই লক্ষ্যপূরণ করে ফেললেন নীরজ।

Neeraj Chopra 90.23m Throw: দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League) ইতিহাস গড়লেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)। কেরিয়ারে প্রথমবার ৯০ মিটার দূরত্ব অতিক্রম করে ফেললেন নীরজ। তিনি শনিবার এই নজির গড়লেন। এদিন দোহায় প্রথম প্রচেষ্টায় ৮৮.৪ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। এরপর তৃতীয় প্রচেষ্টায় ৯০.২৩ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। এদিনই তিনি কেরিয়ারে সবচেয়ে ভালো করলেন। টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) সোনা জিতলেও, ৯০ মিটারের নজির স্পর্শ করতে পারেননি নীরজ। এরপর প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) রুপো পান এই ভারতীয় অ্যাথলিট। কিন্তু সেবারও ৯০ মিটারের গণ্ডি স্পর্শ করতে পারেননি নীরজ। তবে নতুন মরসুমের শুরুতেই তিনি এই নজির গড়ে ফেললেন।

নজির গড়েও সোনা পেলেন না নীরজ

শুক্রবার ৯০ মিটারের গণ্ডি পেরিয়ে গেলেও, সোনা পেলেন না নীরজ। দোহা ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে তাঁকে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল। সোনা জিতলেন জার্মানির অ্যাথলিট জুলিয়ান ওয়েবার (Julian Weber)। তিনি ৯১.০৬ মিটার থ্রো করে সোনা জিতলেন। চলতি মরসুম শুক্রবারই প্রথম কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে যোগ দেন নীরজ। এই টুর্নামেন্টেই তিনি নজির গড়লেন। সোনা জয়ের আশাও তৈরি করেছিলেন এই ভারতীয় তারকা। কিন্তু শেষ থ্রোয়ে নীরজকে ছাপিয়ে যান ওয়েবার। তৃতীয় স্থান পেলেন গ্রেনাডার অ্যাথলিট অ্যান্ডারসন পিটার্স (Anderson Peters)। ভারতের অপর এক অ্যাথলিট কিশোর জেনাও (Kishore Jena) দোহা ডায়মন্ড লিগে যোগ দেন। তবে তিনি ভালো ফল করতে পারেননি। অষ্টম স্থানে শেষ করেন কিশোর।

প্রথম ভারতীয় হিসেবে ৯০ মিটার থ্রো

প্রথম ভারতীয় এবং তৃতীয় এশিয়ান অ্যাথলিট হিসেবে পেশাদার কেরিয়ারে ৯০ মিটারের থ্রো করলেন নীরজ। তিনি জ্যাভলিন থ্রোয়ের ইতিহাসে ২৫-তম পুরুষ অ্যাথলিট হিসেবে এই নজির গড়লেন। প্যারিস অলিম্পিক্সে ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জেতেন পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিম (Arshad Nadeem)। তিনিই এশিয়ার জ্যাভলিন থ্রোয়ারদের মধ্যে সবার আগে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড