Neeraj Chopra: দোহায় অল্পের জন্য দ্বিতীয়, পরের ডায়মন্ড লিগ জয়ের শপথ নীরজের

Published : May 11, 2024, 02:13 PM ISTUpdated : May 11, 2024, 03:32 PM IST
neeraj chopra

সংক্ষিপ্ত

গত কয়েক বছরে ভারতের সেরা অ্যাথলিট নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্স-সহ বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য পেয়েছেন নীরজ। প্যারিস অলিম্পিক্সেও সোনা জয়ই নীরজের লক্ষ্য।

দোহা ডায়মন্ড লিগে অল্পের জন্য সোনা হারালেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ ষষ্ঠ প্রচেষ্টায় ৮৮.৩৬ মিটার দূরে জ্যাভলিন থ্রো করেন। কিন্তু চেক প্রজাতন্ত্রের অ্যাথলিট জাকুব ভ্যাডলেখ ৮৮.৩৮ মিটার থ্রো করে সোনা জিতলেন। ৮৬.৬২ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন গ্রেনাডিয়ান অ্যাথলিট অ্যান্ডারসন পিটার্স। নীরজ প্রথম প্রচেষ্টায় ফাউল করেন। দ্বিতীয় থ্রো হয় ৮৪.৯৩ মিটারের। এরপর ৮৬.২৪ মিটারের থ্রো করেন নীরজ। চতুর্থ থ্রো হয় ৮৬.১৮ মিটারের। পঞ্চম থ্রোয়ে ভালো পারফরম্যাুন্স দেখাতে পারেননি নীরজ। এই থ্রো হয় ৮২.২৮ মিটারের। ষষ্ঠ থ্রোয়ে সেরা পারফরম্যান্স দেখালেও, সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে থাকলেন নীরজ। এই হারে অবশ্য তিনি ভেঙে পড়ছেন না। পরের ডায়মন্ড লিগে সোনা জয়ের লক্ষ্যে তৈরি হচ্ছেন এই অ্যাথলিট। চলতি মরসুমে প্রথম কোনও প্রতিযোগিতায় যোগ দিলেন নীরজ। প্যারিস অলিম্পিক্সের আর খুব বেশিদিন বাকি নেই। ফলে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত নীরজ।

অলিম্পিক্সে সোনা জয়ের লক্ষ্যে নীরজ

দোহা ডায়মন্ড লিগে রুপো পাওয়ার পর নীরজ বলেছেন, ‘এ বছর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হল প্যারিস অলিম্পিক্স। তবে ডায়মন্ড লিগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি মরসুমে আমি প্রথম কোনও প্রতিযোগিতায় যোগ দিলাম। মাত্র ২ সেন্টিমিটারের জন্য আমি দ্বিতীয় হলাম। অল্পের জন্য সোনা হারালাম। তবে পরেরবার আরও ভালো পারফরম্যান্স দেখিয়ে জেতার চেষ্টা করব। কাতারে আমি ভারতীয়দের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি, তাতে আমি অভিভূত। এই সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপনের ভাষা নেই। আশা করি আগামী কয়েক বছরে ভারতীয়রা আরও ভালো থ্রো করতে পারবে। ভারতীয় হিসেবে আমি গর্বিত।’

 

 

২ মাসের মধ্যে পরবর্তী ডায়মন্ড লিগ

৭ জুলাই প্যারিসে পরবর্তী ডায়মন্ড লিগে পুরুষদের ডায়মন্ড লিগ হতে চলেছে। এই প্রতিযোগিতায় সোনা জয়ই নীরজের লক্ষ্য। এরপর ২৬ জুলাই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। সেখানেও সোনা জয়ই নীরজের লক্ষ্য।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Neeraj Chopra: 'রতন টাটা সত্যিকারের প্রেরণা,' দেখা করতে পেরে আপ্লুত নীরজ চোপড়া

Neeraj Chopra: কীভাবে আরও গতিতে বোলিং করতে পারেন জসপ্রীত বুমরা? পরামর্শ নীরজ চোপড়ার

Asian games 2023: জাতীয় পতাকা মাটিতে পড়তে দেননি নীরজ, ভাইরাল ভিডিও মন কেড়েছে নেটিজেনদের

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত
'শান্ত থাকা মানেই নীরব নয়, নিয়ন্ত্রণ,' ইনস্টাগ্রাম পোস্ট স্মৃতি মন্ধানার