Brij Bhushan Sharan Singh: চার্জ গঠনের নির্দেশ দিল্লির আদালতের, বিপাকে ব্রিজভূষণ শরণ সিং

Published : May 10, 2024, 06:01 PM ISTUpdated : May 10, 2024, 06:50 PM IST
Brij Bhushan Sharan Singh

সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের কাইজারগঞ্জে বিদায়ী সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে প্রার্থী করেনি বিজেপি। তাঁর ছেলেকে এবার টিকিট দেওয়া হয়েছে।

৬ জন মহিলা কুস্তিগীরের যৌন হেনস্থার অভিযোগের মামলায় চাপে ব্রিজভূষণ শরণ সিং। শুক্রবার ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ও বিদায়ী বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। ফলে বিপাকে পড়ে গেলেন ব্রিজভূষণ। এবার তিনি কঠোর শাস্তি পেতে পারেন। আদালত বলেছে, যে ৬ জন মহিলা কুস্তিগীর ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন, তার মধ্যে ৫টি ক্ষেত্রে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। এই কারণেই ষষ্ঠ অভিযোগ খারিজ করে দেওয়ার পরেও চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ৫ জন মহিলা কুস্তিগীরের অভিযোগের ভিত্তিতে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৩৫৪ ডি ধারায় চার্জ গঠন করা হচ্ছে।

ব্রিজভূষণের আর্জি খারিজ

ব্রিজভূষণের দাবি ছিল, যৌন হেনস্থার অভিযোগ মিথ্যা। যে সময় তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করা হয়েছে, সেই সময় তিনি ভারতীয় কুস্তি ফেডারেশনের দফতরে তো নয়ই, এমনকী দেশেও ছিলেন না। নিজের এই দাবির স্বপক্ষে তথ্য-প্রমাণ পেশ করার জন্য আরও সময় চান ব্রিজভূষণ। চার্জ গঠন করার আগে আরও তদন্তের দাবিও জানান ব্রিজভূষণ। কিন্তু তাঁর আর্জি খারিজ করে দিয়েছে আদালত।

ব্রিজভূষণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

২০২৩ সালের ১৫ জুন ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় কোনও মহিলার সম্মানহানির উদ্দেশ্যে অপরাধমূলকভাবে জোর খাটানো বা মারধর, ৩৫৪ এ ধারায় যৌন হেনস্থা, ৩৫৪ ডি ধারায় অনুসরণ, ৫০৬ ধারায় অপরাধমূলক উদ্দেশ্যে ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। ব্রিজভূষণের আইনজীবীরা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। কিন্তু তথ্য-প্রমাণ ব্রিজভূষণের বিরুদ্ধে যাচ্ছে। এই কারণেই এবার চার্জ গঠনের নির্দেশ দিল রাউস অ্যাভেনিউ কোর্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Brij Bhushan Sharan Singh: 'সেই সময় দেশে ছিলাম না,' যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার ব্রিজভূষণের

Brij Bhushan Sharan Singh: সুযোগ পেলেই যৌন হেনস্থা করতেন ব্রিজভূষণ, দাবি দিল্লি পুলিশের

মহিলা সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার, ফের বিতর্কে ব্রিজভূষণ শরণ সিং

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার