ফের পথে তিন প্রধানের সমর্থকরা, জাতীয় ক্রীড়া দিবসে আর জি করের বিচার চেয়ে মিছিল

Published : Aug 29, 2024, 07:39 PM ISTUpdated : Aug 29, 2024, 08:19 PM IST
RG Kar Protest

সংক্ষিপ্ত

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সরব সারা দেশ। বিদেশেও প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে।

১৮ অগাস্টের পর ২৯ অগাস্ট, ১১ দিনের ব্যবধানে ফের একসঙ্গে পথে নেমে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদে সরব হলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া দিবসে কলেজ স্কোয়্যার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে যোগ দেন তিন প্রধানের সমর্থকরা। এই মিছিল থেকে ফের আর জি করের ঘটনার বিচারের দাবি উঠল। ১৮ অগাস্ট ডুরান্ড কাপে গ্রুপ পর্বে কলকাতা ডার্বি বাতিল হওয়ার প্রতিবাদে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে একসঙ্গে বিক্ষোভ দেখান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা। সেদিন তাঁদের সঙ্গে পুলিশের বচসা হয়। পুলিশের লাঠিচার্জে একাধিক ফুটবলপ্রেমী আহত হন। তবে তাতে দমে না গিয়ে ফের একসঙ্গে বিচার চেয়ে পথে নামলেন তিন প্রধানের সমর্থকরা। তাঁরা বিচারের দাবিতে ফের সরব হলেন।

ফুটবলপ্রেমীদের সঙ্গে মিছিলে বিশিষ্টরা

বৃহস্পতিবার কলেজ স্কোয়্যার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে ফুটবলপ্রেমীদের পাশাপাশি যোগ দেন সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা। অভিনেতী বাদশা মৈত্র-সহ অনেক বিশিষ্ট ব্যক্তিও মিছিলে যোগ দেন। তাঁরাও বিচারের দাবিতে সরব হলেন।

ময়দানে প্রতিবাদের ঢেউ

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের ম্যাচে আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার বিচার চেয়ে গ্যালারিতে পোস্টার দেখা গিয়েছে। ডুরান্ড কাপ সেমি-ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচে গ্যালারিতে টিফোয় আর জি কর মেডিক্যাল কলেজে নৃশংস অত্যচারের শিকার হওয়া মহিলা চিকিৎসকের জন্য বিচারের দাবি জানানো হয়। এরপর ফের একসঙ্গে পথে নামলেন গড়ের মাঠের তিন প্রধানের সমর্থকরা। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা এই আন্দোলনের প্রতি সমর্থন না জানালেও, সমর্থকরা বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে সারা ময়দান ঐক্যবদ্ধ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সৌভ্রাতৃত্বের নজির গড়া মোহনবাগান সমর্থকের দোকান ভাঙার 'হুমকি' শাসক দলের কর্মীদের, ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা

'সমর্থকদের গ্রেফতার করতে যত পুলিশ তার অর্ধেক থাকলেই ডার্বি হতে পারত,' কটাক্ষ কল্যাণ চৌবের

'পুলিশ মারতে এসেছিল, কোনওরকমে পালিয়ে বেঁচেছি', ভয়ঙ্কর অভিজ্ঞতা বিচার চাইতে যাওয়া ফুটবলপ্রেমীর

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?