যন্তর মন্তরে অবস্থানে কুস্তিগীররা, পাশে থাকার বার্তা সত্যপাল মালিকের

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ ওঠার পরেও এফআইআর নিচ্ছে না দিল্লি পুলিশ। প্রতিবাদে ফের যন্তর মন্তরে অবস্থানে বসেছেন কুস্তিগীররা। তাঁদের দাবি, ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যস্থা নিতে হবে।

Web Desk - ANB | Published : Apr 26, 2023 3:23 PM
110
দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত কুস্তিগীরদের পাশে সত্যপাল মালিক

কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থানে কুস্তিগীররা। তাঁদের সঙ্গে দেখা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক।

210
এই লড়াই সারা দেশের মেয়েদের জন্য, যন্তর মন্তরে বার্তা সত্যপাল মালিকের

যন্তর মন্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সত্যপাল মালিক বলেন, ‘কুস্তিগীরদের প্রতি সমর্থন বৃদ্ধি করা দরকার। আমি যতটা সাহায্য করা সম্ভব করব। কারণ, এই লড়াই শুধু কুস্তিগীরদের নয়, এটা সারা দেশের মহিলাদের লড়াই।’

310
ইতিহাস আপনাদের মনে রাখবে, প্রতিবাদী কুস্তিগীরদের বার্তা সত্যপাল মালিকের

অবস্থানরত কুস্তিগীরদের উদ্দেশ্যে সত্যপাল মালিক বলেছেন, ‘আমি এই তরুণীদের বলতে চাই, আপনারা ধৈর্য ধরুন। কারণ, আপনারা সফল হবেন। সারা দেশ আপনাদের সঙ্গে আছে। ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি দূর করার জন্য ইতিহাস আপনাদের মনে রাখবে।’

410
কৃষক আন্দোলনের সঙ্গে কুস্তিগীরদের প্রতিবাদের তুলনা সত্যপাল মালিকের

কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনের সঙ্গে কুস্তিগীরদের আন্দোলনের তুলনা করে সত্যপাল মালিক বলেছেন, ‘কয়েক মাস আগে কৃষকদের সংগঠনগুলি যখন আন্দোলন শুরু করে, তখন তাঁরা প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন। এখন তাঁরা আপনাদের পাশে আছেন। আপনারা সফল হবেন। এ ব্যাপারে কোনও প্রশ্নই নেই।’

510
যন্তর মন্তরে অবস্থানরত কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, সিপিএম নেত্রী বৃন্দা কারাত, হরিয়ানার খাপ পঞ্চায়েত, ভারত কিষাণ ইউনিয়ন কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছে। যন্তর মন্তরে গিয়ে কুস্তিগীরদের সঙ্গে দেখাও করেছেন রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীরা।

610
বুধবার পর্যন্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর নেয়নি দিল্লি পুলিশ

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি এস নরসিংহর বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'দিল্লি পুলিশ মনে করছে, এফআইআর দায়ের করার আগে কয়েকটি বিষয়ে প্রাথমিক তদন্ত করা প্রয়োজন। সেই কারণেই এখনও এফআইআর করা হয়নি।'

710
ব্রিজভূষণ শরণ সিং গ্রেফতার না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কুস্তিগীরদের

যন্তর মন্তরে অবস্থানরত কুস্তিগীররা হুঁশিয়ারি দিয়েছেন, কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

810
যন্তর মন্তরে অবস্থানের মধ্যেই নিজেদের ফিট রাখার জন্য চলছে কুস্তিগীরদের অনুশীলন

রবিবার থেকে যন্তর মন্তরে কুস্তিগীরদের অবস্থান চলছে। এই অবস্থান কতদিন চলবে সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। এরই মধ্যে নিজেদের ফিট রাখার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছেন কুস্তিগীররা।

910
হুমকির মুখে পড়তে হচ্ছে নাবালিকা কুস্তিগীরকে, অভিযোগ ভিনেশ ফোগটের

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২ বারের পদকজয়ী ভিনেশ ফোগটের অভিযোগ, যৌন হেনস্থার অভিযোগ আনা কুস্তিগীরদের আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। টোকিও অলিম্পিক্সে পদকজয়ী বরজং পুনিয়ার অভিযোগ, ৭ জন অভিযোগকারীর মধ্যে একজন নাবালিকাকে হুমকি দেওয়া হচ্ছে।

1010
জানুয়ারিতে প্রথমবার ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে

এ বছরের জানুয়ারিতে কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন কুস্তিগীররা। এখনও এই অভিযোগের নিষ্পত্তি হয়নি। আন্দোলন চালিয়ে যাচ্ছেন কুস্তিগীররা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos