মারাত্মক অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে, জেলেও যেতে হয়েছে এই বিখ্যাত ক্রীড়াবিদদের

ক্রীড়াবিদরা সমাজের অন্য়ান্য ক্ষেত্রের মানুষের কাছে আদর্শ। কিন্তু সবসময় আদর্শ আচরণ করেন না তাঁরা। অনেক সময়ই ক্রীড়াবিদরা এমন আচরণ করেন যা নীতিসম্মত তো নয়ই, এমনকী আইনসঙ্গতও নয়। অপরাধ করার ফলে শাস্তিও পেতে হয়েছে সংশ্লিষ্ট ক্রীড়াবিদদের।

Web Desk - ANB | Published : Mar 11, 2023 9:36 AM
110
খুনের অভিযোগ অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে, যেতে হয়েছে জেলে

প্রাক্তন জুনিয়র জাতীয় চ্য়াম্পিয়ন কুস্তিগীর সাগর ধনকড়কে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার হয়েছেন অলিম্পিক্সে পদকজয়ী সুশীল কুমার। তাঁর বিচার চলছে। আদালতে অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তি পেতে পারেন এই কুস্তিগীর।

210
বান্ধবী রিভা স্টিনক্য়াম্পকে খুনের অভিযোগে কারাদণ্ড হয়েছে অস্কার পিস্টোরিয়াসের

বান্ধবী রিভা স্টিনক্য়াম্পকে খুনের অভিযোগে দক্ষিণ আফ্রিকার 'ব্লেড রানার' অস্কার পিস্টোরিয়াসের ১৩ বছর ৫ মাস কারাদণ্ড হয়েছে। ২০১৩ সালে বান্ধবীকে খুন করেন পিস্টোরিয়াস। তিনি এখন কারাগার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন।

310
গাড়ি রাখা নিয়ে বচসার জেরে প্রৌঢ়কে পিটিয়ে খুন করেন নভজ্যোত সিং সিধু

১৯৯৮ সালে পাতিয়ালায় গাড়ি রাখা নিয়ে বচসার জেরে ৬৫ বছর বয়সি গুরনাম সিং নামে এক ব্য়ক্তিকে মারধর করেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু ও তাঁর বন্ধু রুপিন্দর সিং সান্ধু। এর ফলে ওই ব্য়ক্তির মৃত্য়ু হয়। আদালতে সিধুর অপরাধ প্রমাণিত হয়। সিধুর এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

410
এক ছাত্রীকে স্টেডিয়ামের শৌচাগারে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মাখায়া এনটিনির বিরুদ্ধে

১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার এক ছাত্রীকে স্টেডিয়ামের শৌচাগারে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে সেই সময়ের উঠতি পেসার মাখায়া এনটিনির বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য অভিযোগ থেকে রেহাই পান এবং জাতীয় দলে ফেরেন এনটিনি।

510
বান্ধবীকে মারধরের অভিযোগে ৫০ হাজার ফ্রাঁ জরিমানা হয় জিওফ্রে বয়কটের

বান্ধবীকে মারধরের অভিযোগে ১৯৯৮ সালে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জিওফ্রে বয়কটের ৫০ হাজার ফ্রাঁ জরিমানার সাজা দেয় ফ্রান্সের একটি আদালত। এরপর তাঁর নাইটহুড খেতাব পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে।

610
বেপরোয়া গাড়ি চালিয়ে এক ব্য়ক্তিকে হত্য়ার অভিযোগ ওঠে প্রাক্তন ডাচ ফুটবলার প্য়াট্রিক ক্লুইভার্টের বিরুদ্ধে

১৯ বছর বয়সে প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মার্টেন পুটম্য়ান নামে এক থিয়েটার পরিচালককে খুনের অভিযোগ ওঠে নেদারল্য়ান্ডসের প্রাক্তন ফুটবলার প্য়াট্রিক ক্লুইভার্টের বিরুদ্ধে। আদালত তাঁর ২৪০ ঘণ্টা কমিউনিটি সার্ভিসের নির্দেশ দেয়। এই সাজার ধাক্কা কাটিয়ে উঠে পরে অবশ্য সাফল্য পান এই স্ট্রাইকার।

710
পাসপোর্ট জালিয়াতির অভিযোগে ৫ মাস কারাদণ্ড হয় ব্রাজিলের প্রাক্তন তারকা রোনাল্ডিনহোর

ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডিনহোকে ৫ মাস প্য়ারাগুয়ের জেলে কাটাতে হয়। ভাইয়ের সঙ্গে মিলে জাল পাসপোর্ট তৈরি করার অভিযোগ ওঠে এই ফুটবলারের বিরুদ্ধে। আদালতে সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর কারাদণ্ড হয়।

810
বান্ধবীকে মারধরের অভিযোগে কারাদণ্ড হয় বিখ্যাত বক্সার ফ্লয়েড মেওয়েদারের

মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সিং চ্য়াম্পিয়ন ফ্লয়েড মেওয়েদারের বিরুদ্ধে বান্ধবী জসি হ্য়ারিসকে মারধরের অভিযোগ ওঠে। আদালতে দোষী প্রমাণিত হন এই বক্সার। তাঁর ৯০ দিনের কারাদণ্ড হয়।

910
ধর্ষণ, মারধর, মাদক, নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে বক্সার মাইক টাইসনের নাম

বিতর্কিত বক্সার মাইক টাইসনের নাম নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। ধর্ষণের অভিযোগে তাঁর ৬ বছরের কারাদণ্ড হয়। মারধরের অভিযোগে এক বছরের কারাদণ্ড হয়। তাঁর কাছ থেকে মাদকও উদ্ধার হয়।

1010
কর ফাঁকি, সম্পত্তি গোপন করার অভিযোগে কারাদণ্ড হয় টেনিস তারকা বরিস বেকারের

নিজেকে দেউলিয়া ঘোষণা করার সময় সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে জার্মানির প্রাক্তন টেনিস তারকা বরিস বেকারের আড়াই বছরের কারাদণ্ড দেয় ইংল্যান্ডের আদালত। ৮ মাস পরে অবশ্য জেল থেকে মুক্তি দেওয়া হয় তাঁকে। ইংল্যান্ড থেকে জার্মানিতে পাঠিয়ে দেওয়া হয় বেকারকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos