দেশের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে বিরল সম্মান, রানি রামপালের নামে হকি স্টেডিয়াম
ভারতে সাধারণত রাজনীতিবিদদের নামেই স্টেডিয়ামের নামকরণ করা হয়। এই প্রথম একজন মহিলা খেলোয়াড়ের নামে স্টেডিয়ামের নামকরণ করা হল। ভারতীয় হকি দলের তারকা রানি রামপালের নামে উত্তরপ্রদেশের রায়বরেলিতে হকি স্টেডিয়ামের উদ্বোধন হল।
ভারতে প্রথম কোনও মহিলা খেলোয়াড়ের নামে স্টেডিয়াম উদ্বোধন হল উত্তরপ্রদেশে
উত্তরপ্রদেশের রায়বরেলিতে ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালের নামে হকি স্টেডিয়ামের উদ্বোধন হল। এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে রানিস গার্লস হকি টার্ফ।
নিজের নামাঙ্কিত হকি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রানি রামপাল
নিজের নামাঙ্কিত হকি স্টেডিয়ামের উদ্বোধন করতে গিয়েছিলেন রানি রামপাল। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের নামাঙ্কিত স্টেডিয়াম উদ্বোধনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
উত্তরপ্রদেশের রায়বরেলিতে রানি রামপালের নামাঙ্কিত স্টেডিয়াম উদ্বোধনে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন
রানি রামপালের নামাঙ্কিত স্টেডিয়ামের উদ্বোধনের দিন একটি হকি ম্যাচও আয়োজন করা হয়। রানি নিজে না খেললেও, সেই ম্যাচ শুরু হওয়ার আগে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।
নিজের নামে হকি স্টেডিয়ামের উদ্বোধন হওয়ায় খুশি রানি রামপাল, তিনি ট্যুইট করে আনন্দ প্রকাশ করেছেন
নিজের নামাঙ্কিত স্টেডিয়ামের উদ্বোধনের পর রানি রামপাল ট্যুইট করেছেন, ‘আমার খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই। হকিতে আমার অবদানের জন্য এমসিএফ রায়বরেলির নাম বদলে রানিস গার্লস হকি টার্ফ রাখা হয়েছে।’
প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসেবে নিজের নামাঙ্কিত স্টেডিয়াম হওয়ায় গর্বিত রানি রামপাল
রানি রামপাল বলেছেন, 'প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসেবে আমি নিজের নামে একটি স্টেডিয়াম পেলাম। এটা আমার কাছে গর্ব ও আবেগের মুহূর্ত। আমি এই স্টেডিয়াম উৎসর্গ করছি ভারতীয় হকি দলকে। আশা করি এই স্টেডিয়াম আগামী প্রজন্মের মহিলা হকি খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।'
ভারতীয় হকি দলের হয়ে ২০০৯ থেকে খেলছেন রানি রামপাল, এখনও পর্যন্ত তিনি ২৫৪ ম্যাচ খেলে ১২০ গোল করেছেন
১৪ বছর বয়সে প্রথমবার ভারতের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পান রানি রামপাল। তিনি অলিম্পিক্স, বিশ্বকাপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে খেলেছেন। ২০১০ সালে এফআইএইচ অলস্টার টিমে সুযোগ পান রানি রামপাল।
দীর্ঘ কেরিয়ারে অনেক সম্মান পেয়েছেন রানি রামপাল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ২০১৬ সালে অর্জুন পুরস্কার, ২০২০ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং ২০২০ সালে পদ্মশ্রী পান রানি।
রানি রামপালের নেতৃত্বে প্রথমবার অলিম্পিক্সের সেমি ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল
টোকিও অলিম্পিক্সে ভারতের মহিলা দলের নেতৃত্বে ছিলেন রানি রামপাল। সেবার সেমি ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। এই প্রথম অলিম্পিক্সের সেমি ফাইনাল খেলে ভারতের মহিলা হকি দল।