Asian Games 2023 India: এশিয়ান গেমস-এ আবার ভারতের জয়জয়কার, শ্যুটিংয়ে সোনা জিতলেন ৩ বিজয়ী

Published : Oct 01, 2023, 11:04 AM ISTUpdated : Oct 01, 2023, 11:07 AM IST
asian games 2023

সংক্ষিপ্ত

শ্যুটিংয়ে মোট ৩৬১ পয়েন্ট স্কোর করে প্রথম স্থান জয় করে নিয়েছেন ভারতের ৩ পুরুষ।

এশিয়ান গেমস ২০২৩-এ আবার ভারতের দখলে এল সোনা। পুরুষদের ত্রয়ী ট্র্যাপ-50 ইভেন্টে সোনা জিতে শ্যুটিংয়ে ভারত ৭ তম পদক দখল করল। 

ভারতীয় পুরুষদের শুটিং দলের ত্রয়ী পৃথ্বীরাজ টোন্ডাইমান (Prithviraj Tondaiman), কায়নান চেনাই (Kynan Chenai) এবং জোরভার সিং সান্ধু (Zoravar Singh Sandhu) ট্র্যাপ-50 টিম ইভেন্ট থেকে সোনা জয় করেছেন। 

শ্যুটিংয়ে মোট ৩৬১ পয়েন্ট স্কোর করে প্রথম স্থান জয় করে নিয়েছেন ভারতের ৩ পুরুষ। এই বিজয়ের পর শ্যুটিংয়ে ভারতের দখলে এল ৭ নম্বর সোনা এবং সমগ্র এশিয়ান গেমস খেলায় (Asian Games 2023) সোনা জয়ের তালিকায় ১১ নম্বরে উঠে এল ভারত। 
 

 

PREV
click me!

Recommended Stories

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং: রোহিত শর্মার সঙ্গে দূরত্ব কমিয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি
India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার