Asian Games 2023: এশিয়াডে ইতিহাস গড়ে পুরুষদের ব্যাডমিন্টনে দলগত বিভাগের ফাইনালে ভারত

এবারের এশিয়ান গেমসে কয়েকটি ইভেন্টে অপ্রত্যাশিতভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা। পুরুষদের ব্যাডমিন্টনেও সেভাবেই দুর্দান্ত সাফল্য এল।

Soumya Gangully | Published : Sep 30, 2023 3:56 PM IST / Updated: Sep 30 2023, 11:41 PM IST

এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবার ব্যাডমিন্টনে পুরুষদের দলগত বিভাগের ফাইনালে পৌঁছে গেল ভারত। শনিবার সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নিলেন লক্ষ্য সেন, কিদম্বী শ্রীকান্তরা। এই নিয়ে চতুর্থবার এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের দলগত বিভাগে পদক নিশ্চিত করল ভারত। শেষবার পদক এসেছিল ৩৭ বছর আগে ১৯৮৬ সালে। সেবার সৈয়দ মোদীর নেতৃত্বে ভারতীয় দল ব্রোঞ্জ পেয়েছিল। তার আগে ১৯৮২ সালে নয়াদিল্লিতে এবং ১৯৭৪ সালে তেহরানে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিল ভারতের পুরুষদের ব্যাডমিন্টন দল। শনিবার দক্ষিণ কোরিয়াকে ৩-২ হারিয়ে ফাইনালে পৌঁছে রুপো নিশ্চিত করেছে ভারত। তবে ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সোনা জেতাই ভারতের লক্ষ্য।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেমি-ফাইনালে প্রথম ম্যাচে ভারতকে জেতান বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী প্রণয়। বিশ্বের ৭ নম্বর খেলোয়াড় প্রণয় র‍্যাঙ্কিংয়ে ৪০ ধাপ পিছিয়ে থাকা হাইওকিন জিওনের বিরুদ্ধে প্রথম গেমে ১৮-২১ হেরে গেলেও, পরের গেমে ২১-১৬ জিতে সমতা ফেরান। এরপর তৃতীয় গেমে ২১-১৯ জয় তুলে নেন প্রণয়। তিনি ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিলেও, দ্বিতীয় ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে যান বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি। তাঁদের হারিয়ে দেন সিউনগাই সিও-মিনহাইক কাং। কোরিয়ান জুটির পক্ষে ম্যাচের ফল ২১-১৩, ২৬-২৪।

তৃতীয় গেমে অবশ্য ইয়ুনগি লি-কে ৪৪ মিনিটের মধ্যেই ২১-৭, ২১-৯ হারিয়ে ভারতকে এগিয়ে দেন কমনওয়েলথ গেমসে সোনা জয়ী লক্ষ্য।  কিন্তু ডাবলসে ফের হেরে যায় ভারত। অর্জুন মাদাথিল রামচন্দ্রন ও ধ্রুব কপিলাকে হারিয়ে দেন উনহো কিম ও সুংসিউং না। কোরিয়ান জুটির পক্ষে ম্যাচের ফল ২১-১৬, ২১-১১।

নির্ণায়ক পঞ্চম গেমে ভারতকে জেতানোর দায়িত্ব ছিল শ্রীকান্তের উপর। শুরুতে অবশ্য চাপে পড়ে গিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী ভারতীয় শাটলার। প্রথম গেমে ১২-২১ হেরে যান শ্রীকান্ত। সেই সময় ভালো পারফরম্যান্স দেখাচ্ছিলেন জিওনাইওপ চো। তবে দ্বিতীয় গেমেই ২১-১৬ জয় পেয়ে ঘুরে দাঁড়ান শ্রীকান্ত। তৃতীয় গেমে দুর্দান্ত লড়াই করেন চো। তবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নেন শ্রীকান্ত।

অন্য সেমি-ফাইনালে জাপানকে ৩-১ উড়িয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন চিন। ফলে রবিবার ফাইনালে ভারত-চিন লড়াই। দেশের মাটিতে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি চিনা শাটলাররা। দর্শকদের সমর্থনও থাকবে তাঁদের দিকে। ফলে সোনা জিততে হলে শ্রীকান্ত, লক্ষ্যদের দারুণ পারফরম্যান্স দেখাতে হবে।

আরও পড়ুন-

Asian Games 2023: পুরুষদের হকিতে পাকিস্তানকে ১০-২ উড়িয়ে দিল ভারত

Asian Games 2023: এশিয়ান গেমসে বাংলার ছেলের পর মেয়েদের হাত ধরে আরও একটি পদক

Muttiah Muralitharan 800 : মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়

Read more Articles on
Share this article
click me!