ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ভেঙে যেতে পারে এই ৫ রেকর্ড, একনজরে সেরা ১০

Published : Feb 09, 2023, 06:01 AM ISTUpdated : Feb 09, 2023, 06:56 AM IST
Sports Update

সংক্ষিপ্ত

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার আগের দিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিন ঘোষণা করে দিয়েছে আইসিসি। ফলে এই সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ বেড়ে গিয়েছে।

রেকর্ড ভাঙার অপেক্ষা

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান পূর্ণ করা থেকে মাত্র ৬৪ রান দূরে বিরাট কোহলি। ৪৯০ ম্যাচে তাঁর রান ২৪,৯৩৬। তাঁর গড় ৫৩.৭৪। ভারতীয়দের মধ্যে একমাত্র সচিন তেন্ডুলকরেরই আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান আছে। এবার বিরাটও সেই নজির গড়তে চলেছেন। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে সচিনের শতরানের সংখ্যা ৯। ৮টি শতরান রয়েছে স্টিভ স্মিথের। এবারের সিরিজে জোড়া শতরান করতে পারলে সচিনের রেকর্ড ভেঙে দেবেন স্মিথ। একটিমাত্র উইকেট পেলেই টেস্টে ৪৫০ উইকেট হয়ে যাবে রবিচন্দ্রন অশ্বিনের। টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৪৫০ উইকেট হয়ে যাবে তাঁর। এই সিরিজে ৬ উইকেট পেলেই তৃতীয় বোলার হিসেবে টেস্টে ভারতের বিরুদ্ধে ১০০ উইকেট পাওয়ার নজির গড়বেন নাথান লিয়ন। ১০৭ রান করলেই চতুর্থ ভারতীয় হিসেবে বর্ডার-গাভাসকর সিরিজে ২,০০০ রান হয়ে যাবে চেতেশ্বর পূজারার।

সচিনের সওয়াল

নাগপুর টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগের দিন সূর্যকুমার যাদব, শুবমান গিল ও কে এল রাহুলকে খেলার সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করলেন সচিন তেন্ডুলকর। তাঁর মতে, টেস্ট ম্যাচে সুযোগ পাওয়ার যোগ্য হয়ে উঠেছেন সূর্যকুমার।

বিস্তারিত দেখুন-

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

লন্ডনের বিখ্যাত স্টেডিয়াম দ্য ওভালে ৭ থেকে ১১ জুন পর্যন্ত চলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ১২ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে। বুধবার এই ঘোষণা করেছে আইসিসি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে ফাইনালে যাওয়ার লক্ষ্যে ভারতীয় দল। 

বিস্তারিত দেখুন-

রঞ্জি ট্রফি সেমি ফাইনাল

রঞ্জি ট্রফি সেমি ফাইনালের প্রথম দিন মধ্যপ্রদেশের বিরুদ্ধে শতরান করলেন বাংলার অনুষ্টুপ মজুমদার ও সুদীপ কুমার ঘরামি। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ৩০৭। প্রথম ইনিংসে ৪০০ রান করতে পারলে দারুণ জায়গায় থাকবে বাংলা।

বিস্তারিত দেখুন-

নাগপুরের পিচ নিয়ে জল্পনা

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়ামের পিচ কেমন আচরণ করবে সেটা নিয়ে জল্পনা চলছে। স্পিনারদের সহায়ক পিচ হবে কি না সেটা নিয়ে সবারই আগ্রহ রয়েছে।

নাগপুরের আবহাওয়া

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন নাগপুরে বৃষ্টির পূর্বাভাস নেই। সকালে তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দুপুরে তাপমাত্রা বাড়তে পারে। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। 

রোহিতের অধিনায়কত্বের পরীক্ষা

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ভারতের অধিনায়ক রোহিত শর্মার অধিনায়কত্বের পরীক্ষা হবে বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। এই সিরিজে অস্ট্রেলিয়া দারুণ লড়াই করবে বলেও মনে করেন পিসিবি-র প্রাক্তন চেয়ারম্যান রামিজ।

মহিলাদের টি-২০ বিশ্বকাপ

শুক্রবার শুরু হচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচের প্রস্তুতিতেই ব্যস্ত রিচা ঘোষ, শেফালি ভার্মারা। অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সিনিয়র পর্যায়েও বিশ্বকাপ জিততে চান রিচারা।

ট্র্যাক্টর চালাচ্ছেন ধোনি

প্রায় ২ বছর পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও আপলোড করলেন মহেন্দ্র সিং ধোনি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের খামারে ট্র্য়াক্টর চালাচ্ছেন তিনি। এই ভিডিও দেখে ধোনির অনুরাগীরা উচ্ছ্বসিত।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে সবক শেখালেন রোহিত

নাগপুরের পিচ নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। তাদের দাবি, ভারতের স্পিনাররা যাতে সুবিধা পান সেই চেষ্টা করা হচ্ছে। পাল্টা ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ক্রিকেটেই মন দেওয়া উচিত। অন্য কিছু নিয়ে ভাবার দরকার নেই।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND U19 vs UAE U19: বিধ্বংসী ব্যাটিং তরুণ বৈভবের! সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরি
IPL Most Expensive Player: ধোনি থেকে ঋষভ পন্থ! এখনও পর্যন্ত, আইপিএল-এর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার কারা?