নির্বাচক হওয়ার পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর কামরান আকমলের, একনজরে সেরা ১০

Published : Feb 08, 2023, 06:36 AM IST
Sports Update

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। জিম্বাবোয়ে-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজেও চলছে অসাধারণ লড়াই।

কামরান আকমলের অবসর

পাকিস্তানের জাতীয় নির্বাচক হওয়ার পরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জাতীয় নির্বাচক হওয়ার পাশাপাশি কোচিংকেও পেশা হিসেবে বেছে নিয়েছেন। সেই কারণে অবিলম্বে খেলা থেকে সরে যাচ্ছেন। আকমল বলেছেন, ‘কোচিংয়ে আসার পর বা জাতীয় নির্বাচক হওয়ার পর আর খেলা চালিয়ে যাওয়া যায় না। সেই কারণেই অবিলম্বে অবসর নিচ্ছি।’ পাকিস্তানের হয়ে ২৬৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আকমল। তবে সম্প্রতি তিনি আর খেলার সুযোগ পাচ্ছিলেন না। পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমিও তাঁকে বাদ দিয়েছে। এই উইকেটকিপার-ব্যাটারকে কোচিং স্টাফের সদস্য করেছে পিএসএল-এর দলটি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ঘনিষ্ঠ আত্মীয় আকমল। তিনি বলেছেন, বাবারের ক্রিকেট-দক্ষতার প্রতি শ্রদ্ধাশীল। তাঁর ব্যাটিংয়ে কোনও দুর্বলতা নেই। কোচ ও নির্বাচক হওয়ার পর বাবরকে সাহায্য করাই তাঁর প্রধান কাজ। সবরকমভাবে সাহায্য করবেন তিনি।

সুস্থ হয়ে উঠছেন ঋষভ পন্থ

হাসপাতাল থেকে এখনও ছাড়া পাননি, তবে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের ঘরের বাইরে বসে আছেন এবং বাইরের দৃশ্য দেখছেন।

এশিয়া কাপ ২০২৩

পাকিস্তান ক্রিকেট বোর্ড যতই ওডিআই বিশ্বকাপ বয়কট করার হুমকি দিক না কেন, এশিয়া কাপ যে অন্যত্র সরে যাচ্ছে সেটা নিশ্চিত। সংযুক্ত আরব আমিরশাহিতেই হতে চলেছে এই প্রতিযোগিতা। দুবাই, আবু ধাবিতে হতে পারে এশিয়া কাপের ম্যাচগুলি।

আত্মবিশ্বাসী স্টিভ স্মিথ

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে রবিচন্দ্রন অশ্বিনকে সামাল দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ। তিনি বরোদার তরুণ অফস্পিনার মহেশ পিঠিয়ার বলে অনুশীলন করছেন। অশ্বিনের মতোই বোলিং অ্যাকশন মহেশের। সেই কারণেই আত্মবিশ্বাসী স্মিথ।

অশ্বিনকে প্রণাম মহেশের

নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়া দলের সঙ্গে আছেন। মাঠে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে দেখা হতেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন মহেশ পিঠিয়া। এই অফস্পিনার অশ্বিনের আশীর্বাদ নিয়েছেন বলে জানিয়েছেন। বরোদার রঞ্জি দলে জায়গা পাকা করাই আপাতত তাঁর লক্ষ্য।

বিস্তারিত দেখুন-

বিরাটকে গুরুত্ব স্টোইনিসের

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে হলে বিরাট কোহলিকে বেশি রান করতে দেওয়া চলবে না। এমনই মনে করেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। তিনি বিরাটকে অন্যতম সেরা ব্যাটার হিসেবে উল্লেখ করেছেন। এই সিরিজে বিরাট যাতে সেরা পারফরম্যান্স দেখাতে না পারেন, সেই চেষ্টা তাঁরা করবেন বলেও জানিয়েছেন স্টোইনিস।

৩ স্পিনারে খেলতে পারে ভারত

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলে তিনজন স্পিনার থাকতে পারেন। এমনই জানালেন ভারতের সহ-অধিনায়ক করে এল রাহুল। তবে পিচ কেমন আচরণ করবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন রাহুল। তিনি জানিয়েছেন, এখনও চূড়ান্ত একাদশ ঠিক হয়নি।

গ্যারি ব্যালান্সের নজির

ইংল্যান্ডের হয়ে খেলেছেন, এখন জিম্বাবোয়ের হয়ে খেলছেন। দু'দেশের হয়েই টেস্ট ম্যাচে শতরান করার নজির গড়লেন গ্যারি ব্যালান্স। এর আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ম্যাচে শতরান করার নজির গড়েছিলেন কেপলার ওয়েসেলস। সেই নজির স্পর্শ করলেন ব্যালান্স।

বিস্তারিত দেখুন-

অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন ডুমিনি

ভারত সফরে টেস্ট সিরিজ জিততে পারে অস্ট্রেলিয়া। এমনই মনে করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা জেপি ডুমিনি। তিনি জানিয়েছেন, ২-১ ব্যবধানে এই সিরিজ জিততে পারে অস্ট্রেলিয়া। ভারতকে হারানোর ক্ষমতা আছে অস্ট্রেলিয়া দলের।

বয়স ভাঁড়ানোর অভিযোগ

রাজস্থানের জয়পুরে সাব-জুনিয়র র‍্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠল। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রতিযোগীদের ৮০ জন অভিভাবক। তাঁরা এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড