অ্যাডভেঞ্চার স্পোর্টসে যোগ দিতে যাচ্ছেন? কয়েকটি ব্যাপার মাথায় রাখুন

অ্যাডভেঞ্চার স্পোর্টসের রোমাঞ্চ উপভোগ করতে অনেকেই ভালোবাসেন। বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারের নেশায় অসংখ্য মানুষ ছুটে যান। কিন্তু অ্যাডভেঞ্চারে যাওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত।

ঋষিকেশে বাঞ্জি, জাম্পিং, রিভার র‍্যাফটিং, হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং, প্যারাসেলিং, রাজস্থানে মোটর প্যারাগ্লাইডিং-সহ নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা আছে দেশের বিভিন্ন প্রান্তে। অ্যাডভেঞ্চার স্পোর্টস যেমন রোমাঞ্চকর, তেমনই মজার। একইসঙ্গে বিভিন্ন ধরনের কঠিন পরিস্থিতির মোকাবিলাও করতে হয়। ফলে কিছুটা ঝুঁকি থেকেই যায়। ফলে পুরোপুরি তৈরি হয়েই যাওয়া উচিত। সোলো ট্রেকিং, হাইকিং বা ক্যাম্পিং হলে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। কয়েকজন মিলে অ্যাডভেঞ্চার স্পোর্টসে গেলে একে অপরের দায়িত্ব নিতে হয়। পারস্পরিক সহযোগিতা প্রতি মুহূর্তে প্রয়োজন হয়। নিজে যেমন শারীরিক ও মানসিকভাবে তৈরি হতে হয়, তেমনই অন্যদের সাহায্য় করার জন্যও সবসময় তৈরি থাকতে হয়। ফলে বেড়াতে যাওয়ার সঙ্গে অ্যাডভেঞ্চার স্পোর্টসে যাওয়ার পার্থক্য থাকে। সেটা সবারই মাথায় রাখা উচিত। ভালোভাবে তৈরি না থাকলে যে কোনও সময় বিপদ হতে পারে। তার ফলে নিজের যেমন সমস্যা হয়, দলের বাকিরাও সমস্যায় পড়েন। সেটা একেবারেই কাম্য নয়।

অ্যাডভেঞ্চার স্পোর্টসে যোগ দেওয়ার আগে নিজেকে তৈরি করা জরুরি। শারীরিক ও মানসিকভাবে তৈরি হতে হবে। মনে রাখতে হবে, বাড়িতে যেরকম আরাম ও সুযোগ-সুবিধা পাওয়া যায়, পাহাড়, জঙ্গল বা সমুদ্রের কাছাকাছি কোনও অঞ্চলে সেটা সম্ভব নয়। এটা মাথায় রেখেই ট্রেকিংয়ে যাওয়া উচিত। শারীরিক ও মানসিকভাবে কষ্ট ও ধকল সহ্য করার জন্য তৈরি না থাকলে মাঝপথে অসুস্থ হয়ে পড়ার বা চোট পাওয়ার আশঙ্কা থাকে। বয়স বা শারীরিক গঠন গুরুত্বপূর্ণ নয়, শারীরিক ও মানসিক শক্তিই আসল। নিয়মিত শরীরচর্চা, বিশেষ করে কার্ডিও, স্ট্রেংথ ট্রেনিংয়ের অভ্যাস থাকলে ভালো। এই অভ্যাস না থাকলে অ্যাডভেঞ্চার স্পোর্টসে যোগ দিতে যাওয়ার আগে শুরু করে দেওয়া উচিত। 

Latest Videos

যাঁরা নিয়মিত পাহাড়-জঙ্গলে যান তাঁদের কাছে কিছু প্রয়োজনীয় উপকরণ থাকে। তবে কিছু সামগ্রী ভাড়া নিতে হয়। সব দরকারি জিনিস ভালো অবস্থায় আছে কি না সেটা দেখে নেওয়া উচিত। না হলে মাঝপথে সমস্যায় পড়তে হতে পারে।

প্রতিটি অ্যাডভেঞ্চার স্পোর্টসের নিজস্ব কিছু নিয়ম, ঝুঁকি আছে। সেগুলির ব্যাপারে ভালোভাবে খোঁজ নিয়ে তবেই যোগ দেওয়া উচিত। বাঞ্জি জাম্পিং, এক্সট্রিম স্কিইং, হোয়াইট ওয়াটার র‍্যাফটিংয়ে ঝুঁকি থাকে। ফলে নিরাপদে কীভাবে এই রোমাঞ্চ উপভোগ করা যায়, সে ব্যাপারে পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা উচিত।

আরও পড়ুন-

ভ্যালেন্টাইনস উইকে রোম্যান্সের সঙ্গে অ্যাডভেঞ্চার যোগ করতে চান? বেছে নিন হিল স্টেশন

খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হবে গুলমার্গে, যোগ দেবেন ১,৫০০ অ্যাথলিট

যোগ দিলেন বিভিন্ন দেশের পর্যটকরা, লাদাখে শেষ হল আইস ক্লাইম্বিং ফেস্টিভ্যাল

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today