ব্রিজভূষণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন, স্বীকার নাবালিকা কুস্তিগীরের বাবার
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান চালিয়েছেন ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। বিভিন্ন মহল থেকে আন্দোলনের প্রতি সমর্থনের বার্তা দেওয়া হয়েছে।
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে!
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি পকসো আইনেও মামলা দায়ের করা হয়েছে। কিন্তু যে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে, সেই নাবালিকার বাবাই স্বীকার করলেন, তিনি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।
নাবালিকা কুস্তিগীরের বাবা বলেছেন, তাঁদের মনে হয়েছিল মেয়ের প্রতি অবিচার করা হয়েছিল। এরই বদলা নিতে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।
ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন নাবালিকা কুস্তিগীরের বাবা
সংবাদসংস্থা পিটিআই-কে নাবালিকা কুস্তিগীরের বাবা জানিয়েছেন, 'আদালতে যাওয়ার চেয়ে এখনই সত্য প্রকাশিত হলে ভালো হয়। সেই কারণেই সব কথা স্বীকার করছি।'
কেন্দ্রীয় সরকার তদন্তের আশ্বাস দিয়েছে বলেই বয়ান বদল করছেন, দাবি নাবালিকার বাবার
যে নাবালিকার বাবা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন, সেই নাবালিকাকে ২০২২ সালে এশিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এখন কেন্দ্রীয় সরকার সেই ম্যাচ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন নাবালিকার বাবা। সেই কারণেই তিনি অভিযোগ প্রত্যাহার করছেন বলে জানিয়েছেন।
নাবালিকা কুস্তিগীরের বাবার দাবি, ২০২২ সালে লখনউয়ে এশিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে তাঁর মেয়েকে অন্যায়ভাবে হারিয়ে দেন রেফারি। এক বছর ধরে পরিশ্রম করার পরেও জাতীয় দলে জায়গা পাননি মেয়ে। সেই রাগ থেকেই ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন তিনি।
এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়ালে যোগ দেবেন, জানিয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা
বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের বাসভবনে গিয়ে ৬ ঘণ্টা বৈঠক করেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারাা। এরপরেই বৃহস্পতিবার তাঁরা ঘোষণা করেছেন, এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়ালে যোগ দেবেন।
১৫ জুলাইয়ের মধ্যেই এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়াল শেষ করতে হবে, জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী
বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, সব জাতীয় ফেডারেশনকেই ১৫ জুলাইয়ের আগে এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়াল শেষ করতে হবে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া তেমনই নির্দেশ দিয়েছে।
এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়ালের প্রস্তুতির জন্য দেড় মাস সময় চাইছেন আন্দোলনকারীরা
কুস্তিগীর সাক্ষী মালিকের স্বামী সত্যবর্ত কাদিয়ান বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা সিলেকশন ট্রায়ালে যোগ দিতে চাই। কিন্তু প্রস্তুতির জন্য আমাদের অন্তত দেড় মাস সময় দরকার। সেই কারণে আমাদের অনুরোধ, ট্রায়াল পিছিয়ে দেওয়া হোক।’
বেশ কিছুদিন কোনও প্রতিযোগিতা বা জাতীয় শিবিরে যোগ দেননি সাক্ষী, ভিনেশরা
ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা এ বছর এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতায় যোগ দেননি। তাঁরা আন্দোলনের জন্য জাতীয় শিবিরেও যোগ দেননি। ফলে এই কুস্তিগীরদের রিংয়ে ফেরা কঠিন।
কুস্তিগীরদের দাবি মেনে নেওয়া হবে, আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বৃহস্পতিবার আশ্বাস দিয়েছেন, কুস্তিগীরদের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার জন্য একজন মহিলাকে প্রধান হিসেবে রেখে জাতীয় কুস্তি ফেডারেশনের অভ্যন্তরীণ কমিটি গঠন করা হবে।