ভবিষ্যতের ক্রীড়াবিদদের তৈরি করার জন্য নতুন কেন্দ্র, কাজ শুরু সিন্ধুর

Published : Nov 07, 2024, 04:48 PM ISTUpdated : Nov 07, 2024, 05:03 PM IST
PV Sindhu

সংক্ষিপ্ত

অলিম্পিক্সে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম সফল পি ভি সিন্ধু। আন্তর্জাতিক কেরিয়ারে অসাধারণ সাফল্য পাওয়ার পর এবার ব্যাডমিন্টনকে কিছু ফিরিয়ে দিতে চাইছেন সিন্ধু।

স্বপ্নের প্রকল্পের কাজ শুরু করে দিলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 'পি ভি সিন্ধু সেন্টার ফর ব্যাডমিন্টন অ্যান্ড স্পোর্টস এক্সসেলেন্স'-এর কাজ শুরু হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন সিন্ধু। প্রথা মেনে এই কেন্দ্রের ভিতপুজোয় যোগ দেন তিনি। নারকেল ফাটান এই ব্যাডমিন্টন তারকা। তাঁর সঙ্গে ছিলেন বাবা-মা। পুজোয় যোগ দেওয়ার পর ইঞ্জিনিয়ারদের সঙ্গে নির্মাণের কাজও খতিয়ে দেখেন সিন্ধু। তিনি ভবিষ্যতের ক্রীড়াবিদদের গড়ে তুলতে চাইছেন। এই কেন্দ্রে ব্যাডমিন্টনের পাশাপাশি অন্যান্য খেলার প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে। প্রতিভাবান খেলোয়াড়দের গড়ে তোলার কাজ চালানো হবে।

স্বপ্নের প্রকল্প নিয়ে আশাবাদী সিন্ধু

সোশ্যাল মিডিয়া পোস্টে সিন্ধু লিখেছেন, 'বিশাখাপত্তনমে পি ভি সিন্ধু সেন্টার ফর ব্যাডমিন্টন অ্যান্ড স্পোর্টস এক্সসেলেন্সের ভিত গড়ার কাজ শুরু হল। আমার খুব ভালো লাগছে। এটা শুধু একটা ক্রীড়া কেন্দ্র নয়, এটা ভবিষ্যৎ। আগামী প্রজন্মের চ্যাম্পিয়নদের তৈরি করার জন্য বড় পদক্ষেপ নেওয়া হল। ভারতীয় ক্রীড়ার যাতে উন্নতি হয়, তার জন্য উদ্যোগ নেওয়া হল। আমার দলের সবাই এবং সঙ্গীরা সবরকমভাবে সাহায্য করছেন। আমরা এমন এক কেন্দ্র গড়ে তুলতে চলেছি যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে, সবরকমভাবে দক্ষ হয়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করবে এবং ভারতীয় ক্রীড়ার ভবিষ্যৎ গড়ে তুলবে।'

 

 

সিন্ধুর পাশে অন্ধ্রপ্রদেশ সরকার

হায়দরাবাদই শুধু নয়, সারা ভারতের গর্ব সিন্ধু। তিনি ভারতীয় ক্রীড়ার ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছেন, তাতে সাহায্য করছে অন্ধ্রপ্রদেশ সরকার। এই কারণে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে ধন্যবাদ জানিয়েছেন সিন্ধু। তাঁর আশা, এই কেন্দ্র থেকে উঠে আসা ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অনেক সাফল্য পাবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পতাকা হাতে সিন্ধু, শরৎ কমল, প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে চমক

'জীবনের অন্যতম সেরা সম্মান,' অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করা নিয়ে রোমাঞ্চিত সিন্ধু

অবশেষে অধরা স্বপ্নপূরণ, কমনওয়েলথে প্রথম সোনা জিতলেন পিভি সিন্ধু

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?